ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চার নারীর মধ্যে জামিন পেল একজন

প্রকাশিত: ০৮:২৫, ৩ মার্চ ২০১৭

চার নারীর মধ্যে জামিন পেল একজন

স্টাফ রিপোর্টার ॥ বিচারের দীর্ঘসূত্রতার কারণে সাত বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী চার নারীর মধ্যে সুমি আক্তার রেশমাকে জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। বাকিদের মধ্যে শাহনাজ বেগম ও রাজিয়া সুলতানার বিচার তিন মাসের মধ্যে শেষ করতে বিচারিক আদালতকে নির্দেশ দেয় এ বেঞ্চ। এ সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি না হলে তাদেরও জামিন দিতে বলা হেয়েছে। আরেক কারাবন্দী রানী ওরফে নূপুরের জামিন প্রশ্নে রুল খারিজ করে দিয়েছে আদালত। বাকি তিন নারীর মামলার নথি থেকে জানা যায়, নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার ধর্মগঞ্জের আশরাফ আলীর মেয়ে সুমি আক্তার রেশমা রাজধানীর শ্যামপুর থানার ২০০৮ সালের একটি হত্যা মামলায় ২০০৯ সালের ১৫ জানুয়ারি গ্রেফতার হন। তখন থেকেই তিনি কারাগারে। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন এ মামলায় ৫০ বার হাজির করা হয়েছে রেশমাকে। আলাদা চার হত্যা মামলায় সাত বছরের বেশি সময় ধরে এ চার নারীর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকার তথ্য আদালতের নজরে এনেছিলেন সুপ্রীমকোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য ও আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা। গত বছরের ৩০ নবেম্বর শুনানি নিয়ে কেন তাদের জামিন দেয়া হবে না, জানতে চেয়ে রুল দেয় হাইকোর্ট; পাশাপাশি ১৬ জানুয়ারি তাদের আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে তলব করা হয় কারাবন্দী চার নারীর মামলার নথিও। নির্ধারিত তারিখে তাদের হাজির করা হলে আদালত শুনানি নিয়ে আদেশের জন্য তারিখ নির্ধারণ করে দেয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার চারজনের বিষয়ে এ আদেশ দেয়া হয়।
×