ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেমিতে বেয়ার্ন, শেষ আটে ম্যানসিটি

প্রকাশিত: ০৫:৫৪, ৩ মার্চ ২০১৭

সেমিতে বেয়ার্ন, শেষ আটে ম্যানসিটি

স্পোর্টস রিপোর্টার ॥ সহজ জয়ে জার্মান কাপের সেমিফাইনালে উঠে গেছে পরাশক্তি বেয়ার্ন মিউনিখ। বুধবার রাতে কোয়ার্টার ফাইনালে বাভারিয়ানরা ৩-০ গোলে হারিয়েছে শালকে জিরো ফোরকে। অন্যদিকে আর্জেন্টাইন তারকা সার্জিও এ্যাগুয়েরোর জোড়া গোলে হাডার্সফিল্ড টাউনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ইংলিশ এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে পঞ্চম রাউন্ডের রিপ্লে ম্যাচটিতে অতিথিদের দাঁড়াতেই দেয়নি পেপ গার্ডিওলার দল। এর আগে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র হয়েছিল। এ কারণে দু’দলকে খেলতে হয় রিপ্লে ম্যাচ। শেষ ষোলোর প্রথম পর্বে বিস্ময়করভাবে হাডার্সফিল্ডের হোম ভেন্যুতে গিয়ে আটকা পড়েছিল ম্যানসিটি। এমনকি রিটার্ন লেগে পুঁচকে প্রতিপক্ষের বিরুদ্ধে শুরুতেই গোল হজম করে সমর্থকদের ভয় পাইয়ে দিয়েছিল গার্ডিওলার শিষ্যরা। তবে এ্যাগুয়েরোর জোড়া গোলের পাশাপাশি লোরোয়স সানে, পাবলো জাবালেটা ও কেলেচি ইহেনাচোর লক্ষ্যভেদে বড় জয় নিয়ে শেষ আট নিশ্চিত করে সিটি। ইংলিশ প্রিমিয়ার লীগে তৃতীয় স্থানে থাকা সিটি ম্যাচের সপ্তম মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে। ম্যাচের আধাঘণ্টার মাথায় সানে সমতা ফেরানোর পাঁচ মিনিট পর পেনাল্টি থেকে স্বাগতিকদের এগিয়ে নেন আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার এ্যাগুয়েরো। তার জাতীয় দল সতীর্থ পাবলো জাবালেটা তিন মিনিট পরই ব্যবধান ৩-১ করেন। দ্বিতীয়ার্ধে রাহিম স্টার্লিংয়ের ক্রসে এ্যাগুয়েরোর দ্বিতীয় গোল আর যোগ করা সময়ে কেলেচি ইহেনাচোর লক্ষ্যভেদে বড় জয় নিশ্চিত হয় ম্যানচেস্টারের। ম্যাচ শেষে দলের পারফর্মেন্সে সন্তোষ প্রকাশ করেন সিটি কোচ গার্ডিওলা। তিনি বলেন, প্রথম ম্যাচে আমরা প্রত্যাশার প্রতিদান দিতে পারিনি। এ কারণে সবাই এই ম্যাচে ভাল করতে মুখিয়ে ছিল। আশা করছি এই ফলাফল কোয়ার্টার ফাইনালে ভাল খেলতে উজ্জীবিত করবে। জার্মান কাপে আলিয়াঞ্জ এ্যারানায় অনুষ্ঠিত ম্যাচে সহজ জয় পায় দারুণ ফর্মে থাকা বেয়ার্ন। এইনট্রাক্ট ফ্রাঙ্কফুট ও বরুশিয়া মনচেনগ্লাডব্যাচের পর তৃতীয় দল হিসেবে এবারের জার্মান কাপের সেমি নিশ্চিত করেছে বাভারিয়ানরা। বেয়ার্নের হয়ে দুটি গোল করেন তুখোড় ফর্মে থাকা রবার্ট লেভানডোস্কি। অপর গোলটি করেন থিয়াগো আলকান্ট্রা।
×