ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারত ঘুরে দাঁড়াবে আত্মবিশ্বাসী শচীন

প্রকাশিত: ০৫:৫৪, ৩ মার্চ ২০১৭

ভারত ঘুরে দাঁড়াবে আত্মবিশ্বাসী শচীন

স্পোর্টস রিপোর্টার ॥ অপ্রতিরোধ্য একটি দলে পরিণত হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। টানা ১৯ টেস্টে কোন পরাজয় দেখেনি তারা। আর ঘরের মাটিতে তারা তো বরাবরই দুর্বার। বিরাট কোহলির নেতৃত্বে বিশ্বের এক নম্বর টেস্ট দলে পরিণত হয়েছে ভারত। সেই দলকেই শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছে ঘরের মাটিতে। সফরকারী অস্ট্রেলিয়া পুনেতে সিরিজের প্রথম টেস্টে জয় তুলে নিয়েছে মাত্র তিনদিনে। হঠাৎ এ ভরাডুবিতে বিস্মিত হয়েছেন সকলেই। তবে ভারতীয় ‘ক্রিকেট ঈশ্বর’ কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকর মনে করেন পরের টেস্টেই ঘুরে দাঁড়াবে ভারতীয় দল। ব্যাঙ্গালুরুতে শনিবার দ্বিতীয় টেস্ট শুরু হবে, আর সেখানেই কোহলিরা নিজেদের স্বরূপে ফিরে পাবেন বলে বিশ্বাস করেন শচীন। কিন্তু সেটা কঠিন হবে ভারতের জন্য। শচীন মনে করেন পুনের পরাজয় ব্যাকফুটে ঠেলে দিয়েছে দলকে। সফরকারীদের জন্য বরাবরই স্পিন-ফাঁদ তৈরি করে রাখে ভারতীয় দল। পুনের মহারাষ্ট্র ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সেটাই করেছিল তারা চিরাচরিত নিয়মে। কিন্তু সেই ফাঁদে আটকে নাভিশ্বাস পরিস্থিতি হয়েছে ভারতেরই। স্টিভ ও’কেফের বাঁহাতি স্পিনে দুমড়ে মুচড়ে গেছে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। প্রথম ইনিংসে ১০৫ এবং দ্বিতীয় ইনিংসে ১০৭ রানে গুটিয়ে গেছে তারা। ৩৩৩ রানের বিশাল জয়ে ভারতের মাটিতে ২০০৪ সালের পর বিজয়ের স্বাদ নিয়েছে অসিরা। অথচ ৪ টেস্টের এ সিরিজ শুরুর আগে অনেকেরই অনুমান ছিল স্টিভেন স্মিথের দল হোয়াইটওয়াশের লজ্জা বরণ করবে। কিন্তু অস্বাভাবিক এ পরাজয় এখন ভারতকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। এ বিষয়ে টেন্ডুলকর বলেন, ‘ওটা আমাদের জন্য বেশ কঠিন এক টেস্ট ছিল। কিন্তু এটা আসলে খেলার অপরিহার্য অংশ। কিন্তু আমি ভারতীয় দলের স্পিরিট সম্পর্কে যতটা জানি তাতে মনে হয় লড়াইয়ে ফিরবে তারা। সবসময়েই ক্রিকেটে ভাল এবং খারাপ মুহূর্ত থাকে। কিন্তু সবকিছু নির্ভর করে কিভাবে সেসব পরিস্থিতিতে কেউ প্রতিক্রিয়া দেখাল। কিভাবে আবার পায়ে ভর দিয়ে লড়াই করল এবং প্রতিদ্বন্দ্বিতা করল সেটাই মূল বিষয়।’ টানা ১৯ টেস্ট অপরাজেয় থাকার পর কোহলির টেস্ট দলটি ছিল উচ্চপর্যায়ের আত্মবিশ্বাসী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সে কারণে জয়ের আশা নিয়েই নেমেছিল ভারতীয় দল। বর্তমান সময়ে ভারত-অস্ট্রেলিয়ার সিরিজটি বোর্ডার-গাভাস্কার ট্রফি হিসেবেই বিবেচিত। বর্তমানে সেটা আছে অসিদের কব্জায়। ২০১৪-১৫ সালে ঘরের মাঠে সফরকারী ভারতের বিপক্ষে তারা জিতেছিল ২-০ ব্যবধানে।
×