ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেষ ম্যাচে কিউই-প্রোটিয়া সিরিজ নির্ধারণী লড়াই

প্রকাশিত: ০৫:৫৪, ৩ মার্চ ২০১৭

শেষ ম্যাচে কিউই-প্রোটিয়া সিরিজ নির্ধারণী লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ হ্যামিলটনের সেডন পার্কে দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। ১৮০ রানের অপরাজিত এ বিধ্বংসী ইনিংস খেলে দলকে জিতিয়েছেন ৭ উইকেটে। ফলে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ২-২ সমতা। শনিবার সকালে (বাংলাদেশ সময় ৭টা) অকল্যান্ডে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচ নিউজিল্যান্ডের। উভয়দলই সিরিজ জিততে উন্মুখ। আগের ম্যাচে গাপটিলের অসাধারণ বিরোচিত ইনিংসের পর অনেকেই আলোচনা করছেন তার টেস্ট দলে ফেলার বিষয়ে। কিন্তু কিউই কোচ মাইক হেসন চিন্তা করছেন অন্যরকম। তিনি মনে করেন অসামান্য এই ইনিংসটা দিয়ে টেস্ট দলে গাপটিলের ফেরা নিশ্চিত হতে পারে না। মাত্র ১৩৮ বলে ১৫ চার ও ১১ ছক্কায় ১৮০ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেন গাপটিল। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ওভার বাকি থাকতেই ২৮০ রানের টার্গেট ছুঁয়ে ফেলে নিউজিল্যান্ড। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে কিউইরা ২-২ সমতা আনে। প্রোটিয়াদের বিরুদ্ধে এটিই ছিল কোন কিউই ব্যাটসম্যানের সেরা ইনিংস। এখন ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের পক্ষে সেরা তিনটি ইনিংসই গাপটিলের দখলে। ২০১৫ বিশ্বকাপে তিনি ২৩৭ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আর ২০১৩ সালে ১৮৯ রান করেন ইংল্যান্ডের বিরুদ্ধে। হেসন মনে করেন গাপটিলের এই ইনিংসগুলো বিরল প্রকৃতির। ৩০ বছর বয়সী এ ব্যাটসম্যানকে ইতোমধ্যেই টেস্টে পরীক্ষা করে দেখা হয়েছে। কিন্তু সেভাবে নিজেকে উপযুক্ত প্রমাণ করতে পারেননি। এ কারণে হেসন জানিয়ে দিয়েছেন আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া ৩ টেস্টের সিরিজে নিউজিল্যান্ড দলে থাকছেন না গাপটিল। এ বিষয়ে কোচ বলেন, ‘তিনি টেস্ট দলে নেই। সবারই এই মুহূর্তে গাপটিলের রেকর্ডের দিকে নজর দেয়া উচিত। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়াটা সহজ হবে। বিশ্ব ক্রিকেটে অনেক উদাহরণ আছে যারা এক ফরমেটে ভাল খেলেন, কিন্তু অন্য ফরমেটে পারেন না।’ ওয়ানডেতে গাপটিলের গড় ৪৩.৯৮ আর টেস্টে তার গড় মাত্র ২৯.৩৮। টেস্টে ফেরার কোন ইঙ্গিত না পেলেও ওয়ানডের অপরিহার্য সদস্য গাপটিল। তারদিকেই শনিবারের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য তাকিয়ে থাকবে কিউইরা। কারণ তার দারুণ ব্যাটিংয়েই চতুর্থ ওয়ানডে জিতে সিরিজে টিকে আছে এখনও স্বাগতিক দল। এবার সিরিজ জয়ের ম্যাচ। প্রোটিয়া শিবির এবার নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত খেলছে দলে ফেরা এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বে। আগের ম্যাচটায় সুযোগ হাতছাড়া হয়েছে সিরিজ জিতে নেয়ার। এবার ভিলিয়ার্সবাহিনীর আরেকটা সুযোগ।
×