ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ কামাল ফুটবলের ফাইনাল আজ

শিরোপা পোচেয়ন না টিসি স্পোর্টসের?

প্রকাশিত: ০৫:৫৩, ৩ মার্চ ২০১৭

শিরোপা পোচেয়ন না টিসি স্পোর্টসের?

স্পোর্টস রিপোর্টার ॥ ফাইনালে যেই জিতুক না কেন, এবারের শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে নতুন একটি ক্লাব। হ্যাঁ, আজই পর্দা নামতে যাচ্ছে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই আসরের। যাতে সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনালে দক্ষিণ কোরিয়ার পোচেয়ন সিটিজেন ফুটবল ক্লাব মোকাবেলা করবে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের। বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী দুর্ভাগ্যজনকভাবে বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকেই। বাকি দুই স্বদেশী ক্লাব আবাহনী-মোহামেডান তো গ্রুপ পর্বেই বাদ। স্বভাবতই আজকের ফাইনালটা ফুটবলপ্রেমীদের কাছে একেবারেই পানসে।। ফাইনালের আগে দুই দলের কোচই শিরোপা জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। পোচেয়নের কোচ কিম জে ইয়ং জানান, ‘ফাইনালে পৌঁছাতে পেরে আমরা খুবই খুশি। চ্যাম্পিয়ন হওয়ার পরিকল্পনাই করছি আমরা।’ সেমিতে চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে ম্যাচে লালকার্ড দেখে বহিষ্কৃত হন কিম চান। তাকে ছাড়া ফাইনালে কোন সমস্যা হবে কিনা জানতে চাইলে পোচেয়ন কোচ বলেছেন, ‘সে তার লালকার্ড নিয়ে মোটেই খুশি নয়। কেন তাকে লালকার্ড দেখান হলো সে নিজেও বোঝেনি। দলের জন্য তাকে দরকার ছিল। এখন কি আর করা।’ তিনি আরও যোগ করেন, ‘প্রথমত আমরা তাদের হাল্কাভাবে নিচ্ছি না। গ্রুপে তাদের সঙ্গে ড্র করেছি। ফাইনালে ছেলেরা যদি নির্দেশনা অনুযায়ী খেলতে পারে তাহলে জিততে পারব।’ টুর্নামেন্টে গ্রুপ পর্বে তিন ম্যাচের দুই জয় আর এক ড্র রয়েছে টিসি স্পোর্টস ক্লাবের। অপরদিকে পোচেয়ন জিতেছিল মাত্র এক ম্যাচ। বাকি দুই ম্যাচে ড্র করে তারা। সেমিফাইনালে নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাবকে ১-০ গোলে হারায় তারা। আর চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে আসে পোচেয়ন। মজার ব্যাপারÑ পোচেয়ন-টিসি স্পোর্টস কিন্তু গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল। সেখানে তারা ১-১ গোলে ড্র করে। টিসি স্পোর্টসের কোচ মোহাম্মদ নিজাম বলেন, ‘আমাদের দৃষ্টি জয়ের জন্য। কিন্তু কাজটা মোটেও সহজ নয়। ফুটবলে আন্ডারডগ বা ফেভারিট বলে কিছু নেই। বিশ্বচ্যাম্পিয়নরা তাদের বাজে দিনে হারতে পারে যে কারোর কাছে। আমি আত্মবিশ্বাসী শিরোপা জিততে। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। কারণ আমাদের প্রতিপক্ষ কোন সহজ দল নয়। আমরা তাদের সমীহই করছি।’ পোচেয়ন ক্লাবের জন্ম ২০০৭ সালে। শহরের মেয়র সিও জাং-ওয়ন ক্লাবটির মালিক। ক্লাবটি কে-৩ এ্যামেচার লীগে খেলে থাকে। ২০১৬ সালের কে-৩ লীগের সর্বশেষ চ্যাম্পিয়ন তারা। এই লীগে তারা রেকর্ড ৫ বারের শিরোপাধারী। বাকি চারবার চ্যাম্পিয়ন হয় ২০০৯, ১২, ১৩ ও ১৫ সালে। মালদ্বীপের ট্রাস্ট এ্যান্ড কেয়ার ফুটবল ক্লাব। সংক্ষেপে টিসি স্পোর্টস ক্লাব। মালদ্বীপের এই ক্লাবটির জন্ম ২০০৪ সালে। দেশটির ধিভেহি প্রিমিয়ার লীগে খেলে থাকে দলটি। ২০১৪ সালে দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগে উন্নীত হয় তারা।
×