ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়ার্ল্ড হকি লীগ

জিমির লক্ষ্য দ্বিতীয় রাউন্ডে খেলা

প্রকাশিত: ০৫:৫৩, ৩ মার্চ ২০১৭

জিমির লক্ষ্য দ্বিতীয় রাউন্ডে খেলা

রুমেল খান ॥ আগামী শনিবার থেকে ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ‘ওয়ার্ল্ড হকি লীগে’র দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে। এতে স্বাগতিক বাংলাদেশসহ অংশ নেবে আট দল। ইতোমধ্যেই গ্রুপিং ড্র এবং ফিক্সশ্চার হয়ে গেছে। পুল ‘এ’তে আছে মালয়েশিয়া, ওমান, বাংলাদেশ এবং ফিজি। পুল ‘বি’তে আছে চীন, মিসর, ঘানা এবং শ্রীলঙ্কা। প্রতিদিন চারটি করে গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে। শনিবার সকাল সোয়া ৯টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চীন-ঘানা। ওইদিনই বিকেল ৪টায় স্বাগতিক বাংলাদেশ মোকাবেলা করবে মালয়েশিয়ার। বাংলাদেশের পরের ম্যাচগুলো হলো : রবিবার বিকেল ৪টায় ফিজি এবং মঙ্গলবার একই সময়ে ওমানের বিরুদ্ধে। টুর্নামেন্টের ফাইনাল ১২ মার্চ বিকেল ৪টায়। এটিএন বাংলা ২৪টি ম্যাচের মধ্যে বাছাই করে ৭টি খেলা (বাংলাদেশের গ্রুপ পর্বের ৩টি এবং সেমিফাইনাল ও ফাইনালসহ আরও ৪ ম্যাচ)। প্রয়োজনে এর সংখ্যা আরও বাড়তে পারে। সফরকারী দলগুলোর মধ্যে ঘানা ঢাকায় অবস্থান করছে সপ্তাহ খানেক ধরে। তারা একটু আগেভাগে এসেছে বাংলাদেশের সঙ্গে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলতে। মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছে মালয়েশিয়া এবং ওমান। শ্রীলঙ্কা বাদে বাকি দলগুলো বুধবার ঢাকা পৌঁছায়। আর বৃহস্পতিবার পৌঁছায় বাদবাকি দলগুলো। টুর্নামেন্ট উপলক্ষে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের জার্মান কোচ অলিভার কার্টজ তার দলের লক্ষ্য সেমিফাইনালে খেলার কথা জানালেও বৃহস্পতিবার দলটির অধিনায়ক-ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি পোষণ করেছেন ভিন্নমত, দ্বিতীয় রাউন্ড পর্যন্ত খেলাই তাদের লক্ষ্য। কদিন আগে পরিকল্পনার রদবদল করে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। ওয়ার্ল্ড হকি লীগ রাউন্ড-টুকে সামনে রেখে নিজেদের আরও ঝালিয়ে নিতে ও শাণিত করতে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার পূর্ব সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। কারণ ভিসা জটিলতা। তবে প্রস্তুতি তো নিতেই হবে। এক্ষেত্রে ঢাকায় আমন্ত্রণ করে আনা হয় ঘানা জাতীয় দলকে। তাদের সঙ্গে তিনটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলে বাংলাদেশ দল। ফলাফল মিশ্র। ১ হার, ১ ড্র ও ১ জয়। জয়টি ছিল শেষ ম্যাচে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এর আগে এই আসরে কখনই আমরা তৃতীয় রাউন্ডে যেতে পারিনি। স্বাগতিক বিধায় এবার আমাদের সূবর্ণ সুযোগ রয়েছে। দল নিয়ে তাই আত্মবিশ্বাসী। আমাদের রিজার্ভ বেঞ্চও বেশ শক্তিশালী অন্যবারের চেয়ে। এটা আমাদের জন্য ইতিবাচক ব্যাপার।’ তিনি আরও যোগ করেন টুর্নামেন্টের আগে তিনটি প্রস্তুতি ম্যাচে খেলায় নিজেদের শক্তিমত্তা, দুর্বলতাÑ সেগুলো ভিডিও দেখে শোধরানোর সময় পাওয়া যাবে। টুর্নামেন্টে এই ভুলগুলো না হলে ফল ভাল হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ শনিবার মালয়েশিয়ার বিরুদ্ধে। তাদের র‌্যাঙ্কিং ১৩। জিমি তাই মালয়েশিয়াকে বাড়তি সমীহ করছেন। এজন্য জিমিদের প্রথম লক্ষ্য গ্রুপে দ্বিতীয় হওয়া। তবে মালয়েশিয়ার বিপক্ষে তারা জয়ের জন্যই খেলতে নামবেন। জাতীয় দলে এবারই প্রথম ডাক পেয়েছেন মাহবুব হোসেন, নাইম উদ্দিন ও আরশাদ হোসেন। এই তরুণরা নিজেদের প্রমাণে মরিয়া হয়েই খেলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জিমি। বাংলাদেশ দল ॥ অসীম গোপ, জাহিদ হোসেন, মামুনুর রহমান চয়ন, খোরশেদুর রহমান, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ শিটুল, রেজাউল করিম বাবু, ইমরান হাসান পিন্টু, সারোয়ার হোসেন, কামারুজ্জামান রানা, নাইম উদ্দিন, কৃষ্ণ কুমার দাস, মাহবুব হোসেন, রাসেল মাহমুদ জিমি (অধিনায়ক), আরশাদ হোসেন, মিলন হোসেন, মাইনুল ইসলাম কৌশিক এবং রোমান সরকার।
×