ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিসিসিআই এ্যাওয়ার্ডস, প্রথম ক্রিকেটার হিসেবে তৃতীয়বারের মতো বর্ষসেরা ভারতীয় অধিনায়ক

সেরা দুটি পুরস্কার পাচ্ছেন কোহলি ও অশ্বিন

প্রকাশিত: ০৫:৫২, ৩ মার্চ ২০১৭

সেরা দুটি পুরস্কার পাচ্ছেন কোহলি ও অশ্বিন

স্পোর্টস রিপোর্টার ॥ সবেমাত্র দেয়া হয়েছে মনোনয়ন তালিকা। আগামী ৮ মার্চ ব্যাঙ্গালুরুতে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে। তবে এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বার্ষিক পুরস্কারের সেরা দুটি নিশ্চিতভাবেই জিততে চলেছেন অধিনায়ক বিরাট কোহলি ও বিশ্বসেরা টেস্ট বোলার ও অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। কারণ বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটারের জন্য নাম এসেছে শুধু কোহলির। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে তিনি তৃতীয়বারের মতো পলি উমরিগড় ট্রফি জিতবেন। অপরদিকে প্রথম ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বার দিলীপ সারদেসাই ট্রফি জিততে চলেছেন অফস্পিনার অশ্বিন। আন্তর্জাতিক, ঘরোয়া ক্রিকেটে পারফর্মেন্স বিবেচনায় সর্বমোট ১৯ ক্যাটাগরিতে দেয়া হবে পুরস্কার। বিসিসিআইয়ের বার্ষিক পুরস্তার কমিটি তিনজনের সমন্বয়ে গঠিত। এ কমিটিতে আছেন এন রাম, রমাচন্দ্র গুহ ও ডায়ানা এডুলজি। তারা ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেটারদের পারফর্মেন্স খুঁটিনাটি বিশ্লেষণ করেছেন। সর্বমোট ১৯ ক্যাটাগরিতে এবার পুরস্কার দেয়া হবে। মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। সেরা দুটি পুরস্কারের জন্য একজন করে ক্রিকেটারকেই রাখা হয়েছে। তাই নিশ্চিত হয়ে গেছে আবার বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার হতে যাচ্ছেন কোহলি। পলি উমরিগড় ট্রফির আগে ২০১১-১২ ও ২০১৪-১৫ মৌসুমে জিতেছিলেন এ টপঅর্ডার ব্যাটসম্যান। ২০১৫-১৬ সালেও দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন তিনি। তার সঙ্গে আর কেউ বিবেচনায় আসেননি। তাই তৃতীয়বার বিসিসিআই বর্ষসেরা হচ্ছেন কোহলি। এর আগে আরও কোন ভারতীয় ক্রিকেটার তিনবার জিততে পারেননি পলি উমরিগড় ট্রফি। নতুন মাইলফলক ছুঁতে চলেছেন অশ্বিনও। বর্তমানে তিনি বিশ্বের এক নম্বর টেস্ট বোলার এবং অলরাউন্ডার। ২০১১-১২ মৌসুমেও তিনি সারদেসাই ট্রফি জিতেছিলেন। সেবার মূলত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৩ টেস্টের সিরিজে সেরা খেলোয়াড় হয়েছিলেন। এবারও সেই ক্যারিবীয়দের বিরুদ্ধে ৪ টেস্টের সিরিজে দুটি সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি নিয়েছেন ১৭ উইকেট। এর আগে আর কোন ক্রিকেটার দুইবার এ ট্রফি জিততে পারেননি। বিসিসিআইয়ের ঘরোয়া ক্রিকেটে সেরা পারফর্মেন্সের জন্য মুম্বাই ক্রিকেট এ্যাসোসিয়েশনকেও পুরস্কৃত করা হবে। এছাড়া সিকে নাইডু আজীবন সম্মাননার জন্য মনোনীত হয়েছেন সাবেক বাঁহাতি স্পিনার রাজিন্দর গোয়েল ও পদ্মাকর শিভাকর। মহিলা ক্রিকেটের আজীবন সম্মাননা পাচ্ছেন ভারতের প্রথম মহিলা টেস্ট দলের অধিনায়ক শান্তা রাঙ্গাস্বামী। বিশেষ পুরস্কার পাবেন ভিভি কুমার ও রমাকান্ত দেশাইয়ের মধ্যে একজন। রঞ্জি ট্রফির ক্যাটাগরিতে সেরা অলরাউন্ডার হিসেবে লালা অমরনাথ ট্রফি মধ্য প্রদেশের জালাজ সাক্সেনা এবং সর্বাধিক রান সংগ্রহকারী মুম্বাইয়ের শ্রেয়াস আইয়ার, সর্বোচ্চ উইকেট শিকারী ঝাড়খ-ের শাবাজ নাদিম পাবেন মাধবরাও সিন্ধিয়া পুরস্কার। অনুর্ধ-২৩-এর প্রতিযোগিতা সিকে নাইডু ট্রফিতে দুই ক্যাটাগরি, অনুর্ধ-১৯-এর প্রতিযোগিতা কুচবিহার ট্রফিতে দুই ক্যাটাগরি এবং অনুর্ধ-১৬ প্রতিযোগিতায় দুই ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। সিনিয়র মহিলা ক্রিকেটে বর্ষসেরা হিসেবে জগমোহন ডালমিয়া ট্রফি পাচ্ছেন ভারতের মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ, একই ট্রফির জুনিয়র ক্যাটাগরিতে পুরস্কার পাবেন উত্তর প্রদেশের দীপ্তি শর্মা। ঘরোয়া ক্রিকেটে মৌসুম সেরা আম্পায়ার নীতিন মেনন।
×