ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইউরোপের তিন টুর্নামেন্টেই রাশিয়ান তারকাকে খেলার অনুমতি দেয়ায় মারের সমালোচনা

ইতালিয়ান ওপেনেও খেলবেন শারাপোভা

প্রকাশিত: ০৫:৫১, ৩ মার্চ ২০১৭

ইতালিয়ান ওপেনেও খেলবেন শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ এবার ইতালিয়ান ওপেনে খেলার জন্য ওয়াইল্ডকার্ড পেলেন মারিয়া শারাপোভা। আয়োজক কর্তৃপক্ষ টুইটার পেইজে বিষয়টি নিশ্চিত করেছে। এ প্রসঙ্গে এক টুইট বার্তায় তারা জানান, তিনবারের রোম চ্যাম্পিয়ন শারাপোভার জন্য আনুষ্ঠানিকভাবে ওয়াইল্ডকার্ড প্রদানের ঘোষণা করা হলো। এর আগে গতমাসে মাদ্রিদ ওপেনেও খেলার ওয়াইল্ডকার্ড পান পাঁচবারের গ্র্যান্ডসø্যাম বিজয়ী মারিয়া শারাপোভা। মাদ্রিদ ওপেন শুরু হবে মে মাসের ৬ থেকে ১৩ তারিখ পর্যন্ত। তার ঠিক এক সপ্তাহ আগেই ডোপিংয়ের দায়ে ১৫ মাসের জন্য নিষিদ্ধ এই রুশ তারকার নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হচ্ছে। ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেনের মাধ্যমে ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ডসøাম জয় করা শারাপোভা ঐ বছরই মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছিলেন। তার আগে নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথমবারের মতো মাশাকে দেখা যাবে স্টুটগার্ট ওপেনে। যা আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হবে। মাদ্রিদ ওপেনের টুর্নামেন্ট পরিচালক ও সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন মানোলো সান্টানা বলেন, ‘টুর্নামেন্টে খেলার জন্য শারাপোভা আমাদের কাছে অনুরোধ জানিয়েছে। মূলত সবদিক বিবেচনা করেই আমরা তাকে ওয়াইল্ডকার্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। গত ১৫ বছর মারিয়া বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছে। আমাদের টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়নও সে। মাদ্রিদে সে সবসময়ই ভাল খেলেছে এবং আমি নিশ্চিত কোর্টে ফিরে সে নিজেকে আবারও প্রমাণ করবে। দীর্ঘদিন পরে তার প্রথম টুর্নামেন্টে সাফল্য কামনা করছি।’ তবে শারাপোভার অংশগ্রহণের ব্যাপারে নিশ্চিত কিছু জানাননি ইতালিয়ান ওপেনের আয়োজক কর্তৃপক্ষ। কিন্তু নিষেধাজ্ঞা থেকে ফেরার পরপরই শারাপোভাকে ইউরোপের তিনটি সম্মানজনক ক্লে কোর্ট টুর্নামেন্টে খেলার অনুমতি দেয়ায় সমালোচনায় মেতেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের পুরুষ এককের শীর্ষে থাকা এ্যান্ডি মারে। তার মতে, বেশি টিকেট বিক্রি করার লক্ষ্যেই বড় নামগুলোকে খেলার অনুমতি দিচ্ছে আয়োজক কর্তৃপক্ষ। ২০১৬ সালের শুরুতেই গোটা বিশ্বকে অবাক করে ডোপিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে শারাপোভার নাম। সে বছরের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে ডোপিংয়ের দায়ে ধরা পড়ার পর থেকেই কোর্টের বাইরে রয়েছেন শারাপোভা। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন অবশ্য প্রথমে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল। কিন্তু কোর্ট অব অরব্রিট্রেশন ফর স্পোর্টসে আপীল করায় তার নিষেধাজ্ঞার মেয়াদ ১৫ মাসে কমিয়ে আনা হয়। এর ফলে আগামী ২৬ এপ্রিল থেকে আবারও প্রতিযোগিতামূলক টেনিস টুর্নামেন্টে দেখা যাবে রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্লকে। দীর্ঘদিন কোর্টের বাইরে থাকার পর শারাপোভা কি স্বরূপে ফিরতে পারবেন? টেনিসপ্রেমীদের সেটাই এখন দেখার অপেক্ষা। তবে এই সময়ে মাশা নিজেকে স্বরূপে ফিরে পাওয়ার জন্য রীতিমতো ঘাম ঝরাচ্ছেন। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ইন্সটাগ্রামে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন ২৯ বছর বয়সী শারাপোভা। যেখানে দেখা যায় জিমে কঠোর পরিশ্রম করছেন তিনি। ভিডিও’র ক্যাপশনে শারাপোভা লিখেন, কিছুটা ব্যালেন্স করে নিলাম। কঠোর পরিশ্রমের পাশাপাশি ইয়গাও সেরেছি। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বল্ডন জিতে হইচই ফেলে দিয়েছিলেন শারাপোভা। তার দু’বছর পরই জেতেন ইউএস ওপেন। ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ঘরে তোলেন তিনি। আর ২০১২ সালে ফ্রেঞ্চ ওপেন জিতে ক্যারিয়ার সøাম জয়ের মাইলফলকও স্পর্শ করেন শারাপোভা।
×