ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউএসটিসি থেকে ৬ অস্ত্রধারী আটক

প্রকাশিত: ০৫:৪৮, ৩ মার্চ ২০১৭

ইউএসটিসি থেকে ৬ অস্ত্রধারী আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ইউনির্ভাসিটি সায়েন্স এ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) থেকে অস্ত্রসহ ৬ জনকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায় বৃহস্পতিবার দুপুরে। অভিযোগ রয়েছে, এ ৬ জনকে পুলিশ আটক বা গ্রেফতার দেখাতে দ্বিধাবোধ করছে। এর পেছনে রয়েছে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনার অভাব। এ নির্দেশনা দিতে গিয়ে সিএমপির নর্থ বিভাগের ডিসি, এডিসি ও খুলশী থানার ওসিসহ কয়েক অভিভাবক রুদ্ধদ্বার বৈঠক করেছেন ওসির রুমে। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ত্রধারীদের বিরুদ্ধে কোন মামলা বা জিডি হয়নি। যদিও পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দেয়ার কথা ছিল। কিন্তু অভিযানকারী ও তদন্ত কর্মকর্তাসহ তথ্য প্রকাশের জন্য থানায় থাকা ডিউটি অফিসারও ওসির দোহাই দিয়ে আটককৃতদের নাম প্রকাশে অনীহা দেখিয়েছে। কারণ, ওসি এ ৬ জনের তথ্য শুধু মিডিয়ায় নয়, কোন ব্যক্তিকেও প্রকাশ করতে নিষেধ করেছেন বলে এক কর্মকর্তা জানিয়েছেন। অভিযোগ রয়েছে, আটককৃত এসব শিক্ষার্থীর মধ্যে ৪ জন ইউএসটিসির, বাকি ২ জন বহিরাগত। এরা ক্ষমতাসীন রাজনীতির দোহাই দিয়ে অপরাধ এড়ানোর চেষ্টা চালিয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের উর্ধতন মহলেও ছিল চরম উৎকণ্ঠা। ফলে সিএমপির নর্থ জোনের এডিসি দীর্ঘ সময় থানায় অবস্থান নিয়েছিলেন ওসির কক্ষে। বিকেল ৪টার পর নর্থ জোনের ডিসি পৌঁছালে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয় ওসির কক্ষে কয়েক অভিভাবকসহ। এর আগে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বেশ কয়েক ফটোগ্রাফার গিয়েও আটককৃতদের ছবি তুলতে পারেনি। কারণ, কয়েক এসআই ও কনস্টেবল মিলে বিভিন্ন ধরনের আপ্যায়নের অফার দিয়ে ওসির কক্ষে যেমন প্রবেশ করতে দেয়নি তেমনি আটককৃতদের ছবি তোলার ওপরও বাধা প্রয়োগ করেছে।
×