ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ায় ৫৪০ বিচারককে প্রশিক্ষণ দেয়া হবে ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৮, ৩ মার্চ ২০১৭

অস্ট্রেলিয়ায় ৫৪০ বিচারককে প্রশিক্ষণ দেয়া হবে ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে বিচার বিভাগের মানোন্নয়ন প্রয়োজন। তাই বিচার বিভাগের স্বাধীনতা ও মানোন্নয়নে আমরা কাজ করছি। সুদক্ষ বিচার বিভাগের জন্য সুদক্ষ বিচারক প্রয়োজন। তাই এই স্বাধীনতার মাসে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। আগামী তিন বছরে ৫৪০ জন বিচারককে অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তিনি বৃহস্পতিবার বিকেলে ২১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার বিশ্বাস করেন, বাংলাদেশের উন্নয়নের জন্য, গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার জন্য, উন্নয়ন চালু রাখার জন্য সবচেয়ে বড় প্রয়োজন আইনের শাসন। তিনি বলেন, সরকারের আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিচার কাজ দ্রুত করতে আদালত ভবন নির্মাণ করা হচ্ছে। তাই শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়তে আগামী দিনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা সরকার দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তাই কারও আত্মীয়স্বজন নির্মম হত্যাকা-ের শিকার হবেন কিন্তু বিচার পাবেন না এ নিয়ে যেন প্রশ্ন না ওঠে সে ব্যবস্থা আমরা করে যাব। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবন নির্মাণের ব্যাপারে সহযোগিতা করার আশ্বাস দেন। সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ এনামুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ সদর আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ, আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান মাইনুদ্দীন ম-ল, জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান, আইনজীবী সমিতির সভাপতি মোসাদ্দেক হোসেন কাজল প্রমুখ।
×