ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্টাইলিশ হেয়ার কাট

প্রকাশিত: ০৫:৪০, ৩ মার্চ ২০১৭

স্টাইলিশ হেয়ার কাট

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে ফ্যাশনের। কিছু দিন একরকম ফ্যাশনের প্রচলন তো কিছু দিন পর অন্যরকম। সময়ের সঙ্গে পরিবর্তন আসছে রুচিরও, তাই পরিবর্তন আসছে ফ্যাশনে। অনেকেই ফ্যাশনে পোশাক-আশাকে রুচি শতভাগ থাকলেও তাল দেন না চুলের ফ্যাশনে। চেহারর সঙ্গে মিল রেখে একটি সুন্দর হেয়ার কাটই যে আপনাকে করে তুলতে পারে আরও আকর্ষণীয়। চুলের একটি সুন্দর কাট যেমন চেহারা বা লুকে আকর্ষণ আনে ঠিক তেমনই চুলের কাট আবার নিজেকে বিকৃতিও করে তুলতে পারে। সাবধানী হতে হবে চেহারা এবং চুলের গড়নের ওপর। সবার চেহারা এবং চুলের গড়ন একরকম না। তাই চুলের কাটে স্টাইল আনতে হলে ভাল করে দেখে নিতে হবে কোন রকম হেয়ার কাট আপনার চেহারার সঙ্গে সহজেই মানিয়ে যাবে এবং আরও আকর্ষণীয় লাগবে। চুলের স্টাইলের কথা মাথায় আসলেই সবচেয়ে আগ মনে পড়ে সালমান খানের তেরেনাম সিনেমায় করা চুলের স্টাইল এবং বাংলাদেশে নব্বই দশকের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নায়ক সালমান শাহের চুলের ঝুটি। তবে বর্তমানে অনেকেই অভ্যস্ত হয়ে গেছে বিভিন্ন ফুটবল আর ক্রিকেট প্লেয়ারদের হেয়ার স্টাইল দেখে। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল, সুনীল নারিন, নেইমার, রোনাল্ডোদের চুলের স্টাইল। এসব আইকনদের ভক্ত অনুসারী সারা বিশ্বে কম না। দেখা দেখি এখন প্রচলন হয়ে গেছে বিভিন্ন চুলের কাট। যেন স্মার্টের অন্যতম অংশ চুলের কাটে ভিন্নতা এবং নতুনত্ব। দেশে প্রচলিত হেয়ার কাটগুলো কেমন এবং কোন ফেসের লোক কি কাট দিলে ভাল লাগবে সে সব সম্পর্কে জানিয়েছেন মেন্স কেয়ারের ধানম-ি শাখার স্বত্বাধিকার মো. জাবেদ হোসেন। তিনি জানান দেশে বেশ কয়েকটি কাট প্রচলিত রয়েছে এর মধ্যে ৫-৬টা কাটের দিকেই তরুণরা বেশি ঝুঁকছে। এর মধ্যে অন্যতম- আন্ডার কাট : এই কাটগুলো দিতে হলে চুলগুলো একটু বড় হতে হবে। মাথার ওপর ভাগে চুলগুলো বড় থাকবে এবং সাইডে একদম ছোট হয়ে যাবে। এটা অনেকেই এক পাশেও ছোট করে আবার অনেক দুই পাশেই ছোট করে ছেটে ওপর ভাগে বড় রাখে। আবার আন্ডার কাট দেয়ার পরে এক পাশ করে এখন অনেকেই বিট দিয়ে দিচ্ছে। এই কাটে চাইলে স্পাইকও করা যাবে। এই কাটটা গোলাকৃতির চেহারায় ভাল মানাবে। মাসুম কাট : এই কাটকে অনেকেই হাফ লেয়ার বলে, নিচে বেশি ছোট এবং ওপর দিকে বড় এবং লেয়ার থাকবে। মানে সমান করে ছাঁটা হবে না চারপাশ, ছোটবড় থাকবে চারদিকের চুলগুলো। লম্বা ফেসের মানুষের জন্য এই কাটটা বেশি ভাল লাগবে। স্টেপ কাট : এখন স্টেপ কাট বেশি না চললেও আগে এক সময় ব্যাপক জনপ্রিয় ছিল। তখন এই কাটের নাম ছিল রাহুল কাট। বড় চুলে নিচের দিকে দুই বা দেড় ইঞ্চি ডিপ করে ছোট করে ওপরের দিকে বড় রাখা। তবে শখ করে অনেকেই এই কাট প্রচলন শুরু করছে। ক্রু কাট : আসন্ন গরমের দিনে যারা একটু মোটা এবং ঘন চুলের অধিকারী তারা সবাই প্রায় ক্রু কাট দেন। এটাকে অনেকেই আর্মি ছাট বলে। মাথার চুল ওপর নিচে এবং চার পাশে একদম ছেটে ফেলা। হাত দিয়ে মুট করে ধরা যাবে না এই ছাটের চুল এত ছোট করা হয়। এটাকে অনেকে কদম ছাট বা সেভ কাট বলে। সেøাপ/সেøাপ স্টেপ : সেøাপ বা সেøাপ স্টেপ কাটগুলো বর্তমানে বেশ জনপ্রিয়। সিলেব্রেটিরা এই স্টাইলে কাট দেয়। এই কাট অফিসাল ব্যক্তি বা ফরমাল ব্যক্তিদের কাছে বেশি জনপ্রিয়। এই কাট মাথার নিচ থেকে ওপরের দিকে ধারাবাহিকভাবে ছাঁটতে ছাঁটতে ছোট থেকে ওপরের দিকে বড় থাকবে। এটা একটু লম্বা চেহারার জন্য ভাল মানাবে। মেন্স কেয়ারের এ স্বত্বাধিকার আরও জানান, বর্তমানে বেশ চলছে মিক্স কাট। যা দেয়া হচ্ছে চেহারার গড়ন বুঝে। দুই ধরনের কাটই এক সঙ্গে দেয়া হচ্ছে নিচে ক্রু কাট আর ওপরে স্পাইক কাট। এ ছাড়াও স্পাইক কাট, লেয়ার কাট, লেয়ার স্পেট কাট, সামার বাউন্স, সাইড সুইচ, ডিসকান্ক্টে কাট, সেভড হেয়ার কাটসহ বেশকিছু হেয়ার কাট রয়েছে যা বর্তমানে তরুণদের বেশ পছন্দ।
×