ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গুগল হোমে পণ্য

প্রকাশিত: ০৫:৩৮, ৩ মার্চ ২০১৭

গুগল হোমে পণ্য

ব্যবহারকারীদের মুখের কথায় অনলাইন থেকে পণ্য কিনে দেবে গুগলের কৃত্রিম বৃদ্ধিমত্তা প্রযুক্তি সুবিধার ডিভাইস ‘গুগল হোম’। ইন্টারনেটের সঙ্গে যুক্ত ডিভাইসটিকে প্রয়োজনীয় পণ্যের নাম ও মডেলের তথ্য জানালেই অনলাইন থেকে পণ্যগুলো কিনে ফেলবে গুগল হোম। অর্থাৎ প্রয়োজনীয় পণ্যগুলোর নাম ও পণ্য উচ্চারণ করলেই নির্দিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে সেগুলো কিনে ফেলবে ডিভাইসটি। অর্থ পরিশোধেরও ঝামেলা নেই, ব্যবহারকারীদের এটিএম কার্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অর্থও পরিশোধ হয়ে যাবে। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই যুক্তরাষ্ট্রে সেবাটি চালু হতে পারে। এ্যামাজনের কৃত্রিম বৃদ্ধিমত্তা প্রযুক্তি সুবিধার ডিভাইস ‘এ্যালেক্সা’র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই নতুন এই সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। সূত্র : ডেইলি মেইল ওয়্যারলেস স্মার্ট হেলমেট চলন্ত সাইকেলে ব্রেক চাপলেই হেলমেটটির পেছনে জ্বলে ওঠে লালবাতি। পেছনে থাকা যানবাহনকে বাতি জ্বালিয়ে ডানে-বাঁয়ে যাওয়ার সঙ্কেতও দিতে পারে ‘লুমস’ নামের ওয়্যারলেস প্রযুক্তিনির্ভর স্মার্ট হেলমেটটি। সাইকেলের হ্যান্ডেলের পাশে থাকা ছোট দিক নির্দেশক সুইচ চেপে হেলমেটটি নিয়ন্ত্রণ করা যায়। দাম ১৬৯ ডলার। ছবি আঁকা শেখায় ফলোগ্রামস খেলার ছলে শিশুদের ছবি আঁকা শেখায় ফলোগ্রামস। ছোট প্রজেক্টরটি যে কোন ছবির নকশা শিশুদের খাতায় প্রদর্শন করতে পারে। ফলে সহজেই ছবিগুলো আঁকা যায়। আইওএস এবং এ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যে কোন ডিভাইস থেকে প্রজেক্টরটিতে ছবি পাঠানোর সুযোগ রয়েছে।
×