ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্ল্যাকহোলের ছবি!

প্রকাশিত: ০৫:৩৭, ৩ মার্চ ২০১৭

ব্ল্যাকহোলের ছবি!

এই মহাবিশ্বে আছে বহু বহু ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। এসব সম্পর্কে এখনও খুব বেশি কিছু জানা সম্ভব হয়নি। ছবি তোলা তো দূরের কথা। কিন্তু বিজ্ঞানীরা দাবি করছেন এই প্রথম তারা এ রকম একটি ব্ল্যাক হোলের ছবি তোলার প্রায় কাছাকাছি পৌঁছে গেছেন। এজন্য তৈরি করা হয়েছে বিশেষ ধরনের টেলিস্কোপ। আমাদের এই পৃথিবীর সমান। হ্যাঁ, এই টেলিস্কোপটি ভার্চুয়াল। বিস্তৃত দক্ষিণ মেরু“থেকে হাওয়াই, ইউরোপ থেকে আমেরিকা পর্যন্ত। নাম ইভেন্ট হরাইজন। আশা করা হচ্ছে, এপ্রিলের প্রথম দু’সপ্তাহের যে কোন সময়ে এর সাহায্যে ব্ল্যাক হোলটি দেখা সম্ভব হতে পারে। এই কৃষ্ণ গহ্বরটি গ্যালাক্সির প্রায় কেন্দ্রে অবস্থিত। সাউন্ডওয়াল দেয়ালে ঝুলানো ছবির ফ্রেম থেকেই শোনা যাবে গান। শুধু তা-ই নয়, ফ্রেমটিতে পছন্দের শিল্পীর ছবিও রাখা যাবে। শৌখিন ব্যবহারকারীদের জন্য তৈরি স্পিকারটি মূলত ছবির ফ্রেমের আদলে তৈরি। সাউন্ডওয়াল নামের বিশেষ প্রযুক্তির সেন্সর সুবিধার স্পিকারটির দাম ৯০০ ডলার। সূত্র : সায়েন্স ডেইলি
×