ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপি এখন জন্ডিসে আক্রান্ত ॥ নৌ মন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৭, ৩ মার্চ ২০১৭

বিএনপি এখন জন্ডিসে আক্রান্ত ॥ নৌ মন্ত্রী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, জামায়াতের সঙ্গে মিশে বিএনপি এখন জন্ডিসে আক্রান্ত হয়েছে। বিএনপিকে জামায়াতের সঙ্গ পরিহার করে উন্নয়নের ধারার সঙ্গে থাকতে হবে। তিনি আরও বলেন, খালেদা জিয়ার চোখে ছানি পড়ায় তিনি সরকারের উন্নয়ন দেখতে পান না। লন্ডন গিয়ে চোখের ছানি অপারেশন করার পর এখন উন্নয়ন কর্মকা- দেখতে পেয়ে বলছেন, উন্নয়নকে টেকসই করতে হলে গণতন্ত্র দরকার। তবে গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনা সরকারকে ফের নির্বাচিত করতে হবে। বুধবার সন্ধ্যায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের তিন দশক পূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, পরাজয়ের গ্লানি সহজে ভোলার নয় বলে পাকিস্তান আজও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ২০০৮ সালে নির্বাচনী অঙ্গীকার যুদ্ধাপরাধীদের বিচার করায় বিএনপি জামায়াত মিলে দেশব্যাপী মানুষ হত্যার তা-ব চালিয়েছে, আর ওই ঘটনায় পাকিস্তান উদ্বেগ প্রকাশ করে। সাকা, মুজাহিদের ফাঁসির সময় মুক্তিযুদ্ধকালে পরাজিত জেনারেল একে খান নিয়াজীর ভাইয়ের পুত্র সাবেক ক্রিকেটার ইমরান খান রায় কার্যকর না করার জন্য ই-মেইল পর্যন্ত পাঠিয়েছিল। মন্ত্রী সাংস্কৃতিক কর্মীদের উদ্দেশে বলেন, জঙ্গী দমন করা সহজ তবে জঙ্গীবাদ নির্মূল করা কঠিন। কেবল সুস্থ সাংস্কৃতিক চর্চাই পাড়ে বর্তমান প্রজন্মকে জঙ্গীবাদ থেকে দূরে রাখতে। সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের জেলা সভাপতি এসএম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিজন সাহান আরা বেগম। প্রধান আলোচক ছিলেন মঞ্চসারথী আতাউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি। বক্তব্য রাখেন নাট্যজন সৈয়দ দুলাল প্রমুখ।
×