ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুর্ঘটনার মধ্য দিয়ে শেষ হলো ব্রাজিলের রিও কার্নিভ্যাল

প্রকাশিত: ০৫:০৫, ৩ মার্চ ২০১৭

দুর্ঘটনার মধ্য দিয়ে শেষ হলো ব্রাজিলের রিও কার্নিভ্যাল

ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের অভিজাত সাম্বা স্কুল প্যারেডের একটি চ্যাম্পিয়নে বুধবার বিজয়ীর মাথায় মুকুট পরানোর উৎসব শুরু হয়। উৎসব শেষে দুটি দুর্ঘটনায় ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। খবর এএফপির। উৎসবে ২২তম মুকুটটি বিজয়ীকে পরানো হয়। ৩৩ বছর পর পর্টেলা সাম্বা স্কুল বিজয়ী হয়। যদিও কার্নিভালের ইতিহাসে এটি সবচেয়ে সফল স্কুল। ১৯৮৪ সালের পর স্কুলটি বিজয়ী হয়। এ বছর সামবোরড্রোমো স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপ প্যারাডে কার্নিভালটি উদ্বোধন করা হয়। রিওর উত্তরাঞ্চলে প্রতিবেশী মাদুরিরা শহরে অবস্থিত। মনে করা হয় সাম্বার শুরু এখান থেকেই। ১৯২৩ সালে এটি প্রতিষ্ঠিত হয়। কিন্তু মঙ্গলবার হৈ-হুল্লোড়ের উৎসবটি দাঙ্গা দিয়ে শেষ হয়। ব্রিজের ওপর কয়েকজন উঠে হৈ-হুল্লোড় করার সময় সেটা ভেঙ্গে পড়ায় দুর্ঘটনা ঘটে। উজ্জ্বল পোশাক পরিধান করা নৃত্যশিল্পীদের হৈ-হুল্লোড়ে একটি বিশাল তিনতলাবিশিষ্ট ভাসমান ব্রিজটি ভেঙ্গে পড়লে তখন ১২ জন আহত হয়।
×