ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিলিপিন্সে মৃত্যুদ- ফিরিয়ে আনার বিল কণ্ঠভোটে পাস

প্রকাশিত: ০৫:০৪, ৩ মার্চ ২০১৭

ফিলিপিন্সে মৃত্যুদ- ফিরিয়ে আনার বিল কণ্ঠভোটে পাস

ফিলিপিন্সে মাদকসংক্রান্ত অপরাধের জন্য মৃত্যুদ- ফিরিয়ে আনার ব্যাপারে প্রেসিডেন্ট রডরিগো দুতের্তের প্রচারকে কংগ্রেস সমর্থন দিয়েছে। তবে সমালোচকরা বিলটিকে অমানবিক বলে অভিহিত করেছেন। খবর এএফপির। প্রস্তাবিত মৃতুদ- বিলে নয়টি ধাপে শিশুদের প্রাপ্তবয়স্ক অপরাধী হিসেবে শাস্তির বিধান রাখা হয়েছে, যা প্রেসিডেন্ট দুতের্তের বিতর্কিত মাদকের বিরুদ্ধে যুদ্ধ নামে পরিচিত। ইতোমধ্যে এ লড়াইয়ে ছয় হাজার পাঁচ শ’র বেশি লোক নিহত হয়েছে বলে দাবি করা হয়। কংগ্রেসের নিম্নকক্ষের অধিকাংশ আইন প্রণেতা বুধবার রাতে বিলটিকে দ্বিতীয়বার পড়ে গ্রহণ করে। বিলটি গৃহীত হওয়ার ফলে এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দূর হলো। গত মে মাসে দুতের্তে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মৃত্যুদ- ফিরিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করেন। আগামী সপ্তাহে বিলটির তৃতীয় ও চূড়ান্ত পড়া হবে। যদি উভয়পক্ষ আর বিতর্ক না করে তবে বিলটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হবে। তারপর সিনেটে বিলটি অনায়াসে পাস হবে। কেননা সেখানে দুতের্তের মিত্ররা নিয়ন্ত্রণ করছে।
×