ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় শরণার্থী শিশুরা নিপীড়নের শিকার ॥ জাতিসংঘ

প্রকাশিত: ০৫:০৪, ৩ মার্চ ২০১৭

লিবিয়ায় শরণার্থী শিশুরা নিপীড়নের শিকার ॥ জাতিসংঘ

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইতালি পৌঁছাতে গিয়ে হাজার হাজার শরণার্থী শিশু নিপীড়নের শিকার হচ্ছে এবং তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানান হয়েছে। খবর আলজাজিরার। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর প্রায় ২৬ হাজার শিশু পরিবারের কোন সদস্য ছাড়াই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়ার আশ্রয় শিবিরে মানবেতর জীবনযাপন করেছে। অনেক শিশুই সেখানে গিয়ে চোরকারবারী এবং মানবপাচারকারীদের হাতে পড়ে সহিংসতা ও যৌন নিপীড়নের শিকার হচ্ছে। কিন্তু গ্রেফতার ও বিতাড়িত হওয়ার ভয়ে নিপীড়নের ওইসব ঘটনা নিয়ে কেউ মুখ খুলতে পারছে না। প্রতিবেদনে জানান হয়েছে, লিবিয়ার শরণার্থী শিবিরগুলোতে শিশুরা খাবার, পানি ও চিকিৎসায় মারাত্মক অভাবে রয়েছে। ডেডলি জার্নি ফর চিলড্রেন (শিশুদের মৃত্যু যাত্রা’ শিরোনামে ইউনিসেফের সর্বশেষ ওই প্রতিবেদনে লিবিয়া থেকে ইতালি যাত্রার পথে শিশুদের দাসত্ব, নৃশংসতা ও যৌন নির্যাতনের শিকার হওয়ার গা ছমছমে ঘটনার বিস্তারিত বিবরণ উঠে এসেছে।
×