ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উত্তর কোরিয়ার জন্য ভিসামুক্ত সুবিধা বাতিল করল মালয়েশিয়া

প্রকাশিত: ০৫:০৩, ৩ মার্চ ২০১৭

উত্তর কোরিয়ার জন্য ভিসামুক্ত সুবিধা বাতিল করল মালয়েশিয়া

মালয়েশিয়া উত্তর কোরিয়ার নাগরিকদের সে দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা বাতিল করেছে। মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদী নিরাপত্তাজনিত কারণের কথা উল্লেখ করে এই ঘোষণা দেন। কিম জং ন্যামের হত্যাকা-ের সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজন উত্তর কোরীয় নাগরিককে খুঁজে বের করার প্রক্রিয়ার এই উদ্যোগ গ্রহণ করা হয়। Ñখবর বিবিসি। পরিবার থেকে বিচ্ছিন্ন উত্তর কোরীয় নেতার সৎ ভাইকে গত ১৩ ফেব্রুয়ারি ভি-এক্স-নার্র্ভ এজেন্ট নামের মারাত্মক বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়। জং ন্যাম একটি গাড়িতে করে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিমানবন্দরে পৌঁছার পর ভিয়েতনামের দোয়ান থি হুয়ং এবং ইন্দোনেশিয়ার সিতি আসিয়া নামের দুই তরুণী তার মুথে বিষাক্ত পদার্র্থ মেখে দেয়। যার ফলে তার মৃত্যু ঘটে। তবে, দোয়ান থি ও সিতি আয়েশা তাদের বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ অস্বীকার করে বলেছেন যে, তারা মনে করেছিলেন, কৌতুকপূর্ণ ভিডিও চিত্রের একটি অংশে তারা অভিনয় করছিলেন মাত্র। জং ন্যামের মৃতদেহের মালিকানা নিয়ে সৃষ্ট বিতর্কের মাঝে লাশটি কুয়ালালামপুরের এক হিমাগারে রাখা হয়েছে। মালয়েশিয়া বলেছে, তারা জং ন্যামের এমন আত্মীয়ের কাছে লাশটি হস্তান্তর করবে যে তাদের ডিএনএর নমুনা দিতে পারবে। কিম জং ন্যামের লাশের ময়নাতদন্ত করায় উত্তর কোরিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তাদের দেশ যে কোন নাগরিকের লাশ ফেরত পাওয়ার অধিকার রাখে। লাশটি যে কিম ন্যামেরই ছিল এ বিষয়টি এখন পিয়ং ইয়ংকে নিশ্চিত করে জানাতে হবে। কেননা কিম ন্যাম ভিন্ন নামে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে সে দেশ ভ্রমণ করছিলেন। মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী জাহিদ হামিদী বলেছেন, আগামী ৬ মার্চ থেকে সব উত্তর কোরীয় নাগরিককে ভিসা নিয়ে মালয়েশিয়া আসতে হবে। উত্তর কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যে পামওয়েল ও স্টিলের ব্যবসা বিস্তার লাভ করায় দুই দেশের মধ্যে ১৯৭০ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
×