ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রশিক্ষণ কর্মশালায় এনবিআর চেয়ারম্যান

অতি মুনাফা লোভের আশায় সঞ্চয়পত্রে বিনিয়োগ নয়

প্রকাশিত: ০৪:০২, ৩ মার্চ ২০১৭

অতি মুনাফা লোভের আশায় সঞ্চয়পত্রে বিনিয়োগ নয়

অর্থনৈতিক রিেিপার্টার ॥ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান বলেন, সঞ্চয়পত্র মূলত সমাজের অস্বচ্ছল মানুষের জন্য দেয়া হয়েছে। যাতে তারা অংশ নিতে পারে সেটি নিশ্চিত করতে হবে। কিন্তু অতি মুনাফা লোভের আশায় বিদেশী কিছু প্রতিষ্ঠান সঞ্চয়পত্রে বিনিয়োগ করছে। ফলে মূল লক্ষ্য থেকে সরে আসবে সঞ্চয়পত্র। সেটি খেয়াল রাখতে হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় সঞ্চয় অধিদফতরের প্রধান কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব সুলতান-উল-ইসলাম চৌধুরী, ডাক অধিদফতরের মহাপরিচালক সুশান্ত কুমার ম-ল, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সুলতান আহমেদ। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সঞ্চয় অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা। ডাক অধিদফতরের মহাপরিচালক সুশান্ত কুমার ম-ল বলেন, গত ৭ মাসে ডাক বিভাগ প্রায় ২২ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি করেছে। আগামী জুন পর্যন্ত ডাক বিভাগ ৩৫ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি করবে বলে আশা প্রকাশ করেন তিনি। মাগুরায় পাঁচ দিনব্যাপী কৃষি প্রযুক্তিমেলা শুরু অর্থনৈতিক রিপোর্টার ॥ মাগুরায় পাঁচ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গত বুধবার মাগুরা কালেক্টরেট মাঠে সমন্বিত কৃষি প্রযুক্তির মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদফতর ও জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। এ উপলক্ষে সকাল ১১টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক পার্থ প্রতিম সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান। মেলায় ২০টি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। মেলা শেষ হবে ৫ মার্চ।
×