ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইসিবি ইসলামী ব্যাংক এবারও লভ্যাংশ দেবে না

প্রকাশিত: ০৪:০০, ৩ মার্চ ২০১৭

আইসিবি ইসলামী ব্যাংক এবারও লভ্যাংশ দেবে না

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে। এ সময়ে লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত হয়। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান করেছে ৪১ পয়সা। কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ১১ পয়সা। আগামী ২৩ মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪এপ্রিল। -অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ পাঠিয়েছে ইস্টার্ন ক্যাবলস পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ক্যাবলস সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাব ও নিজস্ব ঠিকানায় পাঠিয়েছে। উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে ইস্টার্ন ক্যাবলস ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×