ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন রেকর্ড গড়েছে মার্কিন পুঁজিবাজার

প্রকাশিত: ০৩:৫৯, ৩ মার্চ ২০১৭

নতুন রেকর্ড গড়েছে মার্কিন পুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই মার্কিন পুঁজিবাজারে তেজিভাব বজায় রয়েছে। ক্ষমতা নেয়ার ৩ মাস যেতে না যেতে আবার নতুন রেকর্ড গড়েছে ওয়াল স্ট্রিট। যেন বুল ম্যাজিকে এগুচ্ছে দেশটির পুঁজিবাজার। বিবিসির খবরে জানানো হয়েছে, বুধবার মাসের প্রথম কার্যদিবসে লেনদেনের শুরুর দিকে ওয়াল স্ট্রিট বাজারে ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল সূচক ২১ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। এর আগে গত নবেম্বরে নির্বাচনের কদিন পরই ২০ হাজারের মাইলফলক পার করে সূচকটি। সেই হিসেবে নতুন রেকর্ড গড়তে মাত্র সময় লাগল ৩ মাস। অর্থাৎ ৩ মাসে সূচকটি ১ হাজার পয়েন্ট এগিয়েছে। মার্কিন বাজারে এটিই সূচক বৃদ্ধির সর্বোচ্চ গতি। পুঁজিবাজারের একজন জ্যেষ্ঠ গবেষক নিল উইলসন জানান, বুধবারের বাজারের এই গতি ডোনাল্ড ট্রাম্পের মঙ্গলবার রাতের বক্তব্যকে কেন্দ্র করে। তার বক্তব্য বিনিয়োগকারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। বাণিজ্য নীতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে যে শঙ্কা কাজ করছিল তা দূর হয়েছে। যার কারণে বাজার আচমকা ছুটেছে। শক্তিশালী প্রবৃদ্ধি, কর সংস্কার, বাজেটে ব্যয় বৃদ্ধি, উচ্চ আয়ের প্রত্যাশা নিয়ে তার বক্তব্য বিনিয়োগকারীদের মধ্য আশার সঞ্চার করেছে; পুঁজিবাজারে যা ম্যাজিকের মতো কাজ করেছে। তবে ট্রাম্প সরকার এখনও যেহেতু ট্যাক্স সংস্কার করেননি। তাই বাজারের এই গতি নিয়ে আশঙ্কা রয়েছে বলে মনে করেন তিনি। বিবিসির খবরে বলা হয়, আগামী ৩ মার্চ বৈঠকে বসতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম। ওই দিন ব্যাংকের প্রধান জেনেট ইয়েলেন সুদহার বাড়ানোর ঘোষণা দিতে পারেন। বিশ্লেষকরা বলেন, এ বিষয়টিও বাজারকে নতুন মাত্রা দিয়েছে। এদিন ব্যাংক খাতের সূচক বেড়েছে উল্লেখযোগ্যহারে; যা পুঁজিবাজারকে নেতৃত্ব দিচ্ছে। এদিন শেষ খবর পর্যন্ত জেপিমরগ্যানের শেয়ারদর ২.৬ এবং গোল্ডম্যান স্যাকসের শেয়ারদর ২.১ শতাংশ বেড়ে যায়।
×