ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা হত্যাকারীর গ্রেফতার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৩:৫১, ৩ মার্চ ২০১৭

মুক্তিযোদ্ধা হত্যাকারীর গ্রেফতার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদকে পিটিয়ে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয় । জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সভাপতি মোশারফ হোসেন মশুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের এমপি মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিসহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুর গফুর, জেলা কমান্ডের সহকারী কমান্ডার প্রফেসর ডা. আব্দুল বারী, মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু প্রমুখ। এ সময় নিহত মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের বড় ছেলে আক্তারুল ইসলাম শিমুলসহ সকল বক্তারা মুক্তিযোদ্ধা আবুল কালাম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। রাজশাহীতে পুলিশী বাধায় বিএনপির কর্মসূচী প- স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুলিশের বাধায় জেলা বিএনপির অবস্থান কর্মসূচী প- হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কোর্ট শহীদ মিনার চত্বরে অবস্থান নেয়ার পর সেখানে সরকার বিরোধী উস্কানিমূলক স্লোগান দিনে পুলিশ লাঠিচার্জ করে তাদের কর্মসূচী প- করে দেয়। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অবস্থান কর্মসূচীর আয়োজন করে জেলা বিএনপি। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপুর নেতৃত্বে অবস্থান কর্মসূচীর আগে ওই এলাকায় বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে। এতে ছত্রভঙ্গ হয়ে যান বিএনপির নেতাকর্মীরা। পরে সেখান থেকে চার বিএনপি কর্মীকে ধরে নিয়ে যায় পুলিশ। আড়াইহাজারে স্পিনিং মিলে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২ মার্চ ॥ আড়াইহাজারের ছোট বিনাইরচর এলাকায় একটি সুতা উৎপাদনকারী কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ তুলা পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে ভাই ভাই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ছাবেদ আলী স্পিনিং মিলে। ছাত্রলীগের বই বিতরণ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২ মার্চ ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও কেন্দ্রীয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক লিখিত ‘আন্দোলন সংগ্রামে বাংলাদেশ’ ছাত্রলীগের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। লক্ষ্মীপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ বই বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম শামীমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী আলাউদ্দিন। জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের অনুপ্রেরণায় এতে উপস্থিত ছিলেন সুব্রত সাহা, আবুল বাসার, সম্পাদক সাজ্জাদুর রহমান সজিব প্রমুখ। যশোরে বিনামূল্যে চিকিৎসা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের সন্তান জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতালের সহ-অধ্যাপক ডাঃ আশিকুর রহমান স্তন, পাকস্থলী ও কলোরেক্টারাল ক্যান্সারের রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছেন। বৃহস্পতির যশোর শহরের হরিনাথ দত্ত লেনের নোভা মেডিক্যাল সেন্ট্রাল হাসপাতালে এই ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিক্যাল ক্যাম্পে ১২০ রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। একইসঙ্গে তাদের সাশ্রয়ী দামে ওষুধ এবং অপারেশনের ব্যবস্থা করা হয়। জেলা ও জেলার বাইরে থেকে আসা রোগীরা এই সেবা পেয়েছেন। চিকিৎসা নিতে কোন ফি দিতে হচ্ছে না। ডাক্তার কম দামে ওষুধের ব্যবস্থা করে দিয়েছেন।
×