ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেই মফিজদের হাতেও এখন মোবাইল ফোন ॥ নূর

প্রকাশিত: ০৩:৫১, ৩ মার্চ ২০১৭

সেই মফিজদের হাতেও এখন মোবাইল ফোন ॥ নূর

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় উত্তরাঞ্চলের মানুষজনকে মফিজ আখ্যায়িত করে অবহেলার চোখে দেখা হয়েছিল। তারা কখনও চায়নি এ অঞ্চলের মানুষজনের ভাগ্য পরিবর্তন হোক। তবে বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে উত্তরাঞ্চলের মঙ্গা দূর করেছে এবং সাধারণ মানুষজনের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকার যাদের মফিজ বলেছিল, তারা আর মফিজ নেই। তাদের সকলের হাতেই এ্যান্ড্রয়েড মোবাইল ফোন। এখন আর উত্তরাঞ্চলে অভাব নেই। এ এলাকার মানুষদেরও আর কেউ মফিজ বলে না, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাকরের অবদান। মন্ত্রী মফিজ সম্পর্কে ব্যাখ্যা দিয়ে অভিযোগ করে বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন এ অঞ্চলের মানুষজনকে মফিজ বলে আখ্যায়িত করেছিলেন। বৃহস্পতিবার দুপুরে ডোমার উপজেলায় ৮৬ লাখ টাকা ব্যয়ে এলজিইডির বাস্তবায়নে বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বোড়াগাড়ি দোলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান ও ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেনÑ সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক। সীমা ও সাক্কুর মনোনয়নপত্র দাখিল কুমিল্লা সিটি নির্বাচন নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২ মার্চ ॥ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপিদলীয় মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আঞ্জুম সুলতানা সীমা এবং দুপুর সাড়ে ১২টার দিকে মনিরুল হক সাক্কু রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন ম-লের কাছে মনোয়নপত্র দাখিল করেন। মনোনয়ন দাখিলের পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন উভয় প্রার্থী। দলীয় মনোনয়নপ্রাপ্ত উভয় প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এদিকে মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার মেয়র পদে ৫ জনসহ ১৯৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের সময় সীমার সঙ্গে ছিলেন তার বাবা প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খান, জেলা পরিষদের সাবেক প্রশাসক ওমর ফারুক, জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, সফিকুল ইসলাম শিকদার, আবুল কাশেম রৌশন, জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু। এ সময় ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।
×