ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গৃহবধূ হত্যা ও তিন লাশ উদ্ধার

প্রকাশিত: ০৩:৫০, ৩ মার্চ ২০১৭

গৃহবধূ হত্যা ও তিন লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ মাধবপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে স্বামী। এছাড়া চুয়াডাঙ্গায় শিশু, রাজশাহীতে অজ্ঞাত ও কটিয়াদীতে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর : মাধবপুর, হবিগঞ্জ ॥ গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষ- স্বামী। পরে মৃতদেহের পেটে বৈদ্যুতিক শর্ট দিয়ে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। বহরা ইউনিয়নের গাংগাইল গ্রামে বৃহস্পতিবার রাতে এ নির্মম ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামী আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। চুয়াডাঙ্গা ॥ নিখোঁজের এক দিন পর দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুরের নাসির উদ্দিনের সেফটি ট্যাংক থেকে মুক্তা নামে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপরে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ নিহত শিশু মুক্তার বাবাসহ দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। রাজশাহী ॥ দুর্গাপুর উপজেলার ডোবা থেকে অজ্ঞাত (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার হরিপুরের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। কিশোরগঞ্জ ॥ কটিয়াদীতে জুয়েল মিয়া (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। সে মুমুরদিয়া ইউনিয়নের তেতুইতলা গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ গ্রামের ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আহতের প্রতিশোধ বানর হত্যা নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২ মার্চ ॥ লোহাগড়ায় বানরের কামড়ে ১২ জন আহত হয়েছে। আহতরা লোহাগড়া ও খুলনা হাসপাতালে চিকিৎসাধীন। পরে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বানরটিকে পিটিয়ে হত্যা করেছে। জানা গেছে, লোহাগড়ার লক্ষীপাশায় গত বুধবার বিকেলে একটি বানরের আবির্ভাব হয়। বানরটি পথচারীদের কামড়ে জখম করে দেয়। আহতদের মধ্যে রয়েছে লক্ষীপাশা গ্রামের মিরাজ ফকির, বাকা গ্রামের ফুল মিয়া, সেলিম, নিরব, সাগর, জহুর মোল্যা, শুকুমার বিশ্বাস, হালিমা বেগমসহ অজ্ঞাত কয়েকজন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের সামনে বানরটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন বানরটিকে ধাওয়া করলে বানরটি নবগঙ্গা নদীতে লাফ দেয়। পরে স্থানীয় বাকপ্রতিবন্ধী আরজু নদীর মাঝখান থেকে বানরটিকে কুপিয়ে ধরতে সক্ষম হয়। পরে তাকে পিটিয়ে হত্যা করা হয়।
×