ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধর্ষণের ভিডিও ॥ কিশোরী হাসপাতালে

প্রকাশিত: ০৩:৪৯, ৩ মার্চ ২০১৭

ধর্ষণের ভিডিও ॥ কিশোরী হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২ মার্চ ॥ শ্রীবরদীর পল্লীতে এক হতদরিদ্র পরিবারের কিশোরীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের টাঙ্গারপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় লম্পট ধর্ষক ছামিদুল হক ও তার সহযোগী রাশেদুল হকসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার শ্রীবরদী থানায় একটি মামলা হয়েছে। জানা যায়, শ্রীবরদী উপজেলার টাঙ্গারপাড়া গ্রামের হারুন মিয়ার ছেলে ছামিদুল হকের পরিচালনাধীন খেলনা পুতুলের চুল তৈরির একটি ছোট্ট কারখানায় অন্য আরও কয়েক মেয়ের সঙ্গে প্রায় এক বছর আগে কাজে যোগ দেয় ওই কিশোরী। কিছুদিন পর থেকেই লম্পট ছামিদুল ওই কিশোরীকে নানাভাবে ফুসলাতে থাকে। এরই মধ্যে গত ১৬ ফেব্রুয়ারি তার কারখানায় কাজ করা অন্যান্য মেয়েরসহ ওই কিশোরীকে নিয়ে পার্শ্ববর্তী লাউচাপড়া পিকনিক স্পটে বনভোজন শেষে এলাকায় ফিরে। ওই অবস্থায় ছামিদুল রাতে ওই কিশোরীকে বাড়িতে পৌঁছে না দিয়ে তার ঘনিষ্ঠ বন্ধু ও স্থানীয় গাজী মিয়ার ছেলে রাশেদুল হকের সহায়তায় কাজের অজুহাতে নিয়ে যায় কারখানায়। এক পর্যায়ে রাশেদুলের সহায়তায় ওই কিশোরীকে ফুসলিয়ে ও বিয়ের প্রলোভনে প্রলুব্ধ করে কারখানার একটি কক্ষে নিয়ে একাধিক দফায় ধর্ষণ করে ছামিদুল এবং কৌশলে ধর্ষিতার অগোচরে ধর্ষণের চিত্র মোবাইলের ভিডিওতে ধারণ করে। এরপর ধর্ষণের বিষয়টি প্রকাশ না করতে প্রাণনাশের হুমকি দিয়ে রাত ১১টার দিকে বাবার বাড়িতে পৌঁছে দেয় ওই কিশোরীকে। হুমকি আর ভয়ে ওই কিশোরী ধর্ষণের বিষয়টি প্রথমে চেপে গেলেও ছামিদুল তার সহযোগী রাশেদুলসহ অজ্ঞাতনামা ২/৩ জনের সহায়তায় মোবাইল ভিডিওতে ধারণ করা ধর্ষণের চিত্র এলাকার যুবকদের মোবাইলে ছড়িয়ে দেয়। বিষয়টি জানাজানি হয়ে পড়লে ধর্ষিতার পরিবার স্থানীয় লোকজন নিয়ে ছামিদুলকে চাপ দিলে সে তা অকপটে স্বীকার করে ধর্ষিতা কিশোরীকে দুয়েক দিনের মধ্যে বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে কৌশলে এলাকা ছাড়ে। এরপর ২৬ ফেব্রুয়ারি ধর্ষিতা কিশোরীকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। টানা ৩ দিন চিকিৎসাধীন তার ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়। কিশোরগঞ্জে ছড়া উৎসব নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২ মার্চ ॥ ‘ছড়ায় ছড়ায় গড়বো দেশ সমৃদ্ধ এক বাংলাদেশ’ স্লোগানে ৩ দিনব্যাপী ১৩তম কিশোরগঞ্জ ছড়া উৎসব ও লোকজ মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে সমবায় কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে উৎসব উদ্বোধন করেন শিশু সাহিত্যিক ও সাংবাদিক রফিকুল হক দাদু ভাই। উৎসব পরিচালনা পর্ষদের আহ্বায়ক আহমেদ উল্লাহ সভাপতিত্ব করেন।
×