ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে লোডশেডিং ॥ বোরো আবাদ নিয়ে বিপাকে কৃষক

প্রকাশিত: ০৩:৪৮, ৩ মার্চ ২০১৭

শেরপুরে লোডশেডিং ॥ বোরো আবাদ নিয়ে  বিপাকে কৃষক

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২ মার্চ ॥ মৌসুমের শুরুতেই শেরপুরে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কবলে পড়েছে বোরো আবাদ। আর আসা-যাওয়ার খেলায় সেচ সঙ্কটে পড়েছেন কৃষকরা। প্রয়োজনমতো পানি সেচ দিতে না পারায় বোরো ক্ষেত শুকিয়ে ফেটে যাচ্ছে। অন্যদিকে বিভিন্ন এলাকায় বিদ্যুতের কারণে সেচ সঙ্কট দেখা দেয়ায় শত শত একর জমি অনাবাদি পড়ে থাকছে। এতে বোরো আবাদ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, জেলায় এবার ৯০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, চলতি বোরো মৌসুমের শুরুতেই শেরপুরের বিভিন্ন অঞ্চলে দীর্ঘসময় ধরে পল্লীবিদ্যুতের লোডশেডিং থাকছে। এক-দুই ঘণ্টা পর বিদ্যুত এলেও ৫/১০ মিনিট পর আবার চলে যাচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ২/৩ ঘণ্টা বিদ্যুত মিললেও বোরো রোপণের জমিতে চাহিদা অনুয়ায়ী সঠিকভাবে পানি সেচ দেয়া সম্ভব হচ্ছে না। ভুক্তভোগী কৃষকদের মতে, দ্রুত ওই সমস্যার সমাধান না হলে বোরো আবাদে তারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। অনেক কৃষক বলেন, বিদ্যুতের গোলযোগের কারণে তারা আবাদযোগ্য জমি পতিত রাখতে বাধ্য হচ্ছেন। শেরপুর সদরের সন্ন্যাসিরচর গ্রামের কৃষক আব্দুল হক বলেন, আড়াই কুর (আড়াই একর) জমি আবাদ করছি। কিন্তু অহন পানির অভাবে সারও দিবার পাইতাছি না, নিড়ানিও দিবার পাইতাছি না। মাডি (মাটি) ফাইট্টা চৌচির অইয়া গেছে। মেশিন উলা কয় ( মেশিন মালিক বলেন) কারেন নাই পানি দিমু কিবায়। হাজার হাজার ট্যাহা খরচ কইরা, আবাদ কইরা অহন আমরা দারুণ ক্ষতির সম্মুখীন। দেড় হাজার শিক্ষার্থীকে বৃত্তি প্রদান নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ২ মার্চ ॥ রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও, আড়াইহাজার উপজেলার ১ হাজার ৪৬০ মেধাবী শিক্ষার্থীকে পৃথকভাবে বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান করেছে মারুফ শারমিন স্মৃতি সংস্থা এবং স্বদেশ কিন্ডার গার্টেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার দুপুরে মারুফ শারমিন স্মৃতি সংস্থা ও হাজী মোঃ এখলাছ উদ্দিন ভুইয়া স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ লায়ন মোজাম্মেল হক ভুইয়ার সভাপতিত্বে উপজেলার তারাব পৌরসভার দীঘিবরাব হাজী এখলাছউদ্দিন ভুইয়া স্কুল এ্যান্ড কলেজ মাঠে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সংবর্ধনা দেয়া হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় হাজী এখলাছ উদ্দিন ভুইয়া স্কুল এ্যান্ড কলেজ মাঠে মারুফ শারমিন স্মৃতি সংস্থার উদ্যোগে সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও, আড়াইহাজার, রূপগঞ্জসহ ৪টি উপজেলার ৮১০ শিক্ষার্থীদের আর্থিক অনুদান, সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়।
×