ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভ্রাম্যমাণ সোলার পাম্পে বোরো চাষ

প্রকাশিত: ০৩:৪৭, ৩ মার্চ ২০১৭

ভ্রাম্যমাণ সোলার পাম্পে বোরো চাষ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২ মার্চ ॥ এবার বিদ্যুত ছাড়াই শুরু হয়েছে বোরো চাষ। নিজের তৈরি ভ্রাম্যমাণ সোলারে সেচ পাম্প চালিয়ে সদর ও বালিয়াডাঙ্গী উপজেলার প্রায় ৭০ একর জমিতে বোরো ধান চাষ হবে বলে আশা করছেন মোলানী গ্রামের ভ্রাম্যমাণ সোলার প্রস্তুতকারী সলেমান আলী। তিনি বলেন, বেশির গ্রাম অঞ্চলের বোরো চাষীরা বিদ্যূতের ওপর নির্ভর করে বোরো ধান চাষ করে থাকেন। তাছাড়া বিদ্যুতের লোড শেডিংয়ের কারণে অনেক কৃষকের বোরো খেত পানির অভাবে ফেটে যায় এতে তারা চরম বিপাকে পড়েন। তারই প্রতিকার হিসেবে আমি প্রস্তুত করেছি ভ্রাম্যমাণ পসালার প্যানেল সেচ পাম্প। আমার তৈরি ৫টি সোলার প্যানেল সেচ যার ১টি প্যানেল ব্যবহৃত সেচ হতে মিনিটে ৭শ’ লিটার করে মোট পাঁচটি ৩৫শ’ লিটার পানি উত্তোলন করা যায়। সকালে সূর্যোদয় হলেই ভ্রাম্যমাণ সোলার প্যানেল সেচ দিয়ে পানি দেওয়া শুরু হয় এবং সূর্যাস্ত পর্যন্ত পানি উত্তোলন কার্যক্রম অব্যাহত থাকে। ২টি প্যানেল দিয়েই চলছে ৭০ একর জমির সেচে কাজ। তবুও বেঁচে যাচ্ছে পানি। অতিরিক্ত পানি চারিদিকে সিমেন্ট ঢালাই উঁচু পুকুরে সঞ্চিত রাখা হচ্ছে। সেই পানি ব্যবহার করা হচ্ছে রাতের বেলার সেচকার্যে। উল্লেখ্য, মাত্র ২ লাখ টাকা খরচ করলেই তৈরি হচ্ছে এ সোলার প্যানেল। সোলার প্যানেল পরিচালনা করাও খুব সহজ। প্রয়োজন হলে এই প্যানেলে ব্যাটারি লাগিয়ে ব্যবহার করা যায় বাসা কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে। বিদ্যূতের চাহিদা পূরণ করতে ১টি প্যানেল ব্যবহারই যথেষ্ট।
×