ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এসব জনমুখী রাজনীতির জন্য অন্তরায়

প্রকাশিত: ০৩:৪৫, ৩ মার্চ ২০১৭

এসব জনমুখী রাজনীতির জন্য অন্তরায়

বিভিন্ন লোক রাজনীতিকে নানা দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করে থাকে। কেউ বলেন রাজনীতি হচ্ছে জনগণকে যেভাবে পারা যায় বুঝিয়ে নিজেদের পক্ষে এনে ভোটযুদ্ধে জয়ী হয়ে ক্ষমতার মসনদে আসীন হওয়া। তাদের মতে এ কাজে প্রয়োজনে বল প্রয়োগ, মিথ্যাচার ও অশান্তি সব কিছুই হালাল। কিন্তু, সংখ্যাগরিষ্ঠ জনগণের ধারণা, রাজনীতি হচ্ছে জনকল্যাণের জন্য নিবেদিত হয়ে জনগণের সামনে জনকল্যাণমুখী কর্মসূচী তুলে ধরে যুক্তি, সমঝোতা, শান্তি ও শিষ্টাচারের রাজনীতির পথ অনুসরণ করে ভোটের মাধ্যমে জনগণের সমর্থন অর্জন করে ক্ষমতায় আসীন হওয়া। আমরাও শেষোক্ত মতের সমর্থক। এ জন্য প্রয়োজন শান্তি, সমঝোতা ও শিষ্টাচারের রাজনীতি। নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করলে অনেকেই এ বিষয়ে একমত হবেন যে, বিএনপি ও আওয়ামী লীগ এ দুটো দলের পেছনে দেশের সিংহভাগ লোকের সমর্থন আছে। কিন্তু এত বিপুল জনসমর্থন থাকা সত্ত্বেও এ দুটো দল কতটা শান্তি, সমঝোতা ও শিষ্টাচারের রাজনীতি করছে তা ভেবে দেখার মতো। প্রথমত, একপক্ষ মনে করে যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকা-ের মূল সুবিধাভোগী। ঐ হত্যাকা- অবশ্যই এক ন্যক্কারজনক ষড়যন্ত্রের ফসল। দেশের বিপুলসংখ্যক অধিবাসী মনে করেন তিনি ইচ্ছা করলে ষড়যন্ত্রকারীদের নিরুৎসাহিত করতে পারতেন। এছাড়া, উর্ধতন সেনা কর্মকর্তা হিসেবে রাষ্ট্রের প্রতিষ্ঠিত সরকার প্রধানের নিরাপত্তা বিধানের দায়িত্ব পালনে তিনি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এমনকি ক্ষমতাসীন হয়ে তিনি অন্ততপক্ষে চরম নিষ্ঠুর ও বর্বর এ হত্যাকা-ের সুষ্ঠু বিচারের আয়োজন করতে পারতেন। তা তো তিনি করলেন না বরং ‘বিচার করা যাবে না’ বলে মুশতাকের জারিকৃত অর্ডিন্যান্সকে ৫ম সংশোধনীর মাধ্যমে সংবিধানভুক্ত করলেন। উপরন্তু, নিষ্ঠুর এ হত্যাকা-ে সরাসরি জড়িত অপরাধীদের রাষ্ট্রের কূটনৈতিক চাকরিতে নিয়োগ দিয়ে বিদেশে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিলেন। ফলে এদেশে ‘আইনের শাসন’ ধারণাটির অপমৃত্যু ঘটল। জিয়া পরবর্তী সাত্তারের বিএনপি সরকারের আমলে ক্যান্টনমেন্টের সেনা প্রধানের বিশাল সরকারী বাসভবনটি বেগম জিয়ার অনুকূলে বরাদ্দ করা হয়। এছাড়া, পরিবারের ভরণ-পোষণের জন্য কিছু নগদ অর্থও মঞ্জুর করা হয়। আরও উল্লেখ্য, পরবর্তী সেনা শাসক এরশাদের শাসনামলে তাঁর নামে গুলশানের আরেকটি বৃহৎ ভবন বরাদ্দ করা হয়। পক্ষান্তরে, সপরিবারে বঙ্গবন্ধু নিহত হওয়ার পরে তাঁর জীবিত দুই কন্যা প্রবাসে দুঃসহ জীবন কাটাতে বাধ্য হন। ঐ দুই কন্যাকে রাষ্ট্রীয় উদ্যোগে দেশের মাটিতে ফিরিয়ে এনে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা ও ভরণ-পোষণের জন্য নিয়মিত আর্থিক ভাতা মঞ্জুর করার কোন চিন্তাই ঐ দলের নেতা-নেত্রীরা করেননি। স্বাধীন দেশ প্রতিষ্ঠার প্রাণপুরুষের জীবিত দুই কন্যা গৃহহারা ও দেশছাড়া অবস্থায় দীর্ঘকাল প্রবাসে দুর্বিষহ জীবন কাটিয়েছেন। অথচ জিয়া পরিবার একাধিক বাসস্থান ও আর্থিক ভাতা নিয়ে বিলাসে দিন কাটিয়েছে। ’৭৫-৯০ যুগে যা ঘটেছে তা এখন ইতিহাসের অংশ। ’৯০-এর গণঅভ্যুত্থানের ফলশ্রুতিতে নতুন করে দেশে গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়। এ অভিযাত্রায় নির্বাচিত হয়ে ২ দফায় বিএনপি ১০ বছর ক্ষমতাসীন ছিল আর ৩ দফায় আওয়ামী লীগ ১৩ বছর ক্ষমতায়। ২০০১-এর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপি সমর্থকরা পুলিশ প্রশাসন ও নিয়োজিত সেনা সদস্যদের প্রশ্রয়ে আওয়ামী সমর্থক গোষ্ঠী বিশেষ করে হিন্দু নর-নারীর ওপর ভয়াবহ নির্যাতন চালায়। নির্বাচনে বিএনপি বিজয়ী হলে নির্বাচিত সরকারের আমলে নির্যাতনের মাত্রা আরও বৃদ্ধি পায়। মনে পড়ে ভোলা ও বরিশালের বিভিন্ন স্থান থেকে নির্যাতিত অসংখ্য নর-নারী নিরাপদ আশ্রয়ের সন্ধানে হিন্দু অধ্যুষিত এলাকায় দীর্ঘ ৪-৫ মাস সময় কাটাতে বাধ্য হয়। নির্যাতনের মূল টার্গেট হিন্দু রমণীরা এতই নিষ্ঠুরতার শিকার হন যে ধর্ষণের শিকার মেয়ের মাকে বলতে শোনা গেছে ‘বাবারা একজন একজন করে আসো। আমার মেয়েটার বয়স কম।’ সিরাজগঞ্জের কিশোরী সেই পূর্ণিমা শীলের ধর্ষণের শিকার হওয়ার কাহিনী এখনও মনে পড়ে। বিএনপি ক্ষমতাসীন থাকাকালে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত জনসমাবেশে তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনাসহ জ্যেষ্ঠ আওয়ামী নেতৃত্ব দুর্বৃত্তদের গুলি ও গ্রেনেড হামলার শিকার হন। ট্রাকে দাঁড়িয়ে নেত্রী ভাষণ শেষ করা মাত্র তাঁর ওপর একটার পর একটা বোমা নিক্ষিপ্ত হয়। সরকারী নিরাপত্তাবাহিনী এ আক্রমণ প্রতিহত করার কোন পদক্ষেপ নেয়নি। ২০১৪ এর ৫ জানুয়ারির নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের জন্য আমন্ত্রণ জানাতে লাল ফোনে খালেদা জিয়াকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি। পরের দিন আবার ফোন করলে অন্য কোন ব্যক্তিকে দিয়ে লাল ফোন রিসিভ করিয়ে আধা ঘণ্টা পরে ফোন করতে বলা হয়। তদনুযায়ী প্রধানমন্ত্রী আধা ঘণ্টা পরে ফোন করলে খালেদা জিয়া প্রশ্ন রাখেন ‘আপনি কি প্রধানমন্ত্রী! বিরোধী নেত্রীর লাল ফোন বিকল পড়ে আছে সে খবরও রাখেন না’? সে সময় তাদের মধ্যে বেশ কিছু সময় ফোনালাপ হয়। খালেদা প্রধানমন্ত্রীকে একতরফা অনেক কথা শোনানোর পর প্রধানমন্ত্রী তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে বেগম জিয়াকে গণভবনে আলোচনা ও আপ্যায়নের আহ্বান জানান। কিন্তু বিরোধী নেত্রী হরতালের দোহাই দিয়ে সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। ফলে, দু’পক্ষের মধ্যে সমঝোতার একটা সুযোগ হাতছাড়া হয়ে যায়। যারা দেশের শান্তিতে বিশ্বাস করে তারা জঙ্গী, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদকে দেশের অন্যতম প্রধান সমস্যা মনে করে। পাকিস্তানী আইএসআইয়ের প্রশিক্ষণপ্রাপ্ত মুষ্টিমেয় বিপথগামী উগ্রবাদী দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের মাধ্যমে সকল মহল কর্তৃক প্রশংসিত বর্তমান উন্নয়নের ধারা নস্যাৎ করতে প্রতিজ্ঞাবদ্ধ। জঙ্গীদের নৃশংস, সন্ত্রাসী ও রক্তাক্ত কর্মকা-কে বেগম জিয়া বা বিএনপি প্রকাশ্যে নিন্দা করে না। তাদের গৎ বাঁধা বুলি হচ্ছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতাসীন হতে পারলে দেশ থেকে জঙ্গীবাদ বা সন্ত্রাসবাদ এমনিতেই নির্মূল হয়ে যাবে। কিন্তু, দেশবাসী বিস্মৃত হয়নি যে ২০০১-৬ এর বিএনপি-জামায়াত শাসনামল থেকেই দেশে এই সন্ত্রাসবাদের উত্থান। কিছুদিন পূর্বে বেগম জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে এক বিতর্কিত বক্তব্য দিয়েছেন। মুক্তিযুদ্ধে ৩০ লাখ বাঙালী শহীদ হয়েছেন জনগণের কাছে এটা একটা স্বীকৃত সত্য। দেশবাসী এ সংখ্যা নিয়ে কোন বিতর্ক সৃষ্টির পক্ষপাতী নন। কিন্তু খালেদা জিয়া মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গুরুত্ব হ্রাস করার উদ্দেশ্য নিয়ে এ হীন বিতর্ক উস্কে দিয়েছেন। পাকিস্তান সরকারও নিয়মিত বলে আসছে যে ’৭১ সালে তাদের সেনাবাহিনীর হাতে নিহত লোকের সংখ্যা অনেক কম। বেগম জিয়ার বক্তব্যে সেই পাকিস্তানী ধ্বনি প্রতিধ্বনিত। এরও আগে সিঙ্গাপুর ভ্রমণ শেষে দেশে ফিরে তিনি বিএনপির এক সম্মেলনে দেশবাসীকে উদ্দেশ করে বলেন যে আর কিছুটা দিন ধৈর্য ধারণ করতে হবে। কেননা, যেভাবে দেশ চলছে তাতে আর্মি বসে থাকবে না। দেশরক্ষা বাহিনীকে সম্পৃক্ত করে এ ধরনের বক্তব্য কি গণতান্ত্রিক অধিকারের আওতায় আসে? যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসির দাবিতে স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা প্রজন্ম আন্দোলনের উদ্যোক্তা ও সমর্থকদের তিনি নাস্তিক বলে আখ্যায়িত করেন এবং ভারতের উস্কানিতে তারা আন্দোলন করছে বলেও মত প্রকাশ করেন। ওয়াশিংটন পোস্ট নামক যুক্তরাষ্ট্রের এক সংবাদপত্রে একটি পত্র লিখে তিনি মার্কিন সরকারকে আমাদের পোশাক রফতানি খাতের অনুকূলে জিএসপি সুবিধা না দিতে অনুরোধ করেন। এটা কি সরাসরি দেশের স্বার্থবিরোধী কাজের মধ্যে পড়ে না? ২০১৩ সালের ৫ মে হেফাজতীদের ঢাকা সমাবেশকালে বিএনপি নেত্রী হেফাজতীদের রাতভর সমাবেশ চালিয়ে যেতে উৎসাহ যোগানের জন্য খাদ্য ও পানীয় সরবরাহ করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। একই সঙ্গে পরের দিন তাঁর কর্মী-সমর্থকরা সমাবেশে যোগ দেবে বলেও হেফাজত নেতা শফী সাহেবকে আশ্বাস ও নিশ্চয়তা দেন। ২০০১-৬ আমলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু জ্যেষ্ঠ পুত্র হাওয়া ভবনকে তাঁর অবৈধ ক্ষমতার বিকল্প কেন্দ্র বিন্দুতে পরিণত করেন। তারেক জিয়া ঐ হাওয়া ভবনে বসে বহু অবৈধ, অন্যায় ও অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। ২০০৬-৮ এর সেনা সমর্থিত সরকারের আমলে ভবিষ্যতে রাজনীতি না করার মুচলেকা দিয়ে দেশ ছেড়ে লন্ডনের পথে পাড়ি জমান। গত ৮-৯ বছর লন্ডনে অবস্থান করে বেশ শানশওকতের সঙ্গে রাজনীতির আসর জাকিয়ে বসেছেন। সেখানে বসে তিনি বঙ্গবন্ধু সম্পর্কে অনেক বিতর্কিত বক্তব্য দিয়েছেন। তিনি কখনও বলেন শেখ মুজিব পাকিস্তানী পাসপোর্টে এসে অবৈধভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। একবার বলে তার প্রয়াত পিতাই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তুলনামূলক বিচারে একটি দলের কৃতিত্বপূর্ণ অতীত আছে। দলটি ’৪৯ সাল থেকে তৃণমূল পর্যায়ে সংগঠিত হয়ে প্রথমে স্বাধিকার ও পরে স্বাধীনতার আন্দোলনে বলিষ্ঠ ও সফল নেতৃত্ব দান করে। অতঃপর জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে স্বাধীনতা আন্দোলনের স্থপতি ও তাঁর ৪ বলিষ্ঠ সংগঠককে হারিয়ে ক্ষমতার বৃন্তচ্যুৎ হয়। সেনা অভ্যুত্থানের প্রেক্ষাপটে একজন মেজর জেনারেল ক্ষমতায় অধিষ্ঠিত হন। গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাঁর আস্থা থাকলে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে এনে নির্বাচন দিয়ে বিজয়ী দলের হাতে ক্ষমতা দিয়ে ব্যারাকে ফিরে যেতেন। বঙ্গবন্ধু ও ৪ জাতীয় নেতা হত্যার বিচার কাজে, যুদ্ধাপরাধী ও মুক্তিযুদ্ধকালে হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগে জড়িতদের বিচার কাজেও তিনি অনীহা দেখালেন। ক্ষমতায় থাকাবস্থায় বিএনপি নামক দলটি প্রতিষ্ঠা করে সেনা প্রধানের পদাধিকারী অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন করে নির্বাচিত হলেন। অল্পদিনের মাথায় ব্যর্থ সেনা অভ্যুত্থানে তিনি প্রাণ হারান। আওয়ামী লীগের যেমন কৃতিত্বপূর্ণ অতীত রয়েছে তেমনি বর্তমান শাসনামলের কৃতিত্বও প্রশংসনীয়। আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যাকা-ের ও যুদ্ধাপরাধীদের বিচার অনুষ্ঠান করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসা অর্জন করেছে। বিএনপি এ দুটি কাজেই ব্যর্থ। এমনকি ২০০৪ সালে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতৃবর্গের হত্যার ব্যর্থ অপচেষ্টার নিরপেক্ষ বিচার না করে বিএনপি ‘জজ মিয়া নাটক সাজিয়ে’ ষড়যন্ত্রে জড়িতদের রক্ষা করার চেষ্টা চালায়। খালেদা জিয়া ’৯৬ সালে ১ বার একদলীয় নির্বাচন করার দায়ে দুষ্ট; আবার ২০০১ সালে নির্বাচনেও তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের যোগসাজশে বিজয় লাভ করেন। সর্বোপরি, ২০০৬ সালের শেষে অনুষ্ঠিতব্য নির্বাচনেও তিনি দলীয় রাষ্ট্রপতিকেই তত্ত্বাবধায়ক প্রধান সাজিয়ে এবং দলীয় ব্যক্তি এম এ আজীজকে প্রধান নির্বাচন কমিশন পদে বসিয়ে (যিনি এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার তালিকাভুক্ত করে কৃতিত্ব অর্জন করেন) দেশে অশান্তি ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে সেনা সমর্থিত সরকারের ক্ষমতা গ্রহণের পথ সুগম করেন। মেজর জিয়া মুক্তিযুদ্ধে সক্রিয় থাকলেও বেগম জিয়া পাকিন্তানী সেনা কর্মকর্তাদের তত্ত্বাবধানে আরাম-আয়েশে সময় কাটান। তাই তিনি শহীদদের সংখ্যা নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিতে উৎসাহিত বোধ করেন। বিএনপি ক্ষমতা ছাড়ার সময় বিদ্যুতের উৎপাদন ছিল ৩৪০০ মেঃ ওঃ যা এখন ১০-১২ হাজারের কাছাকাছি। গত ৮ বছরের শাসনামলে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বিভিন্ন মাপকাঠিতে অনেক কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করে বর্তমান প্রধানমন্ত্রী জাতিসংঘ থেকে চ্যাম্পিয়ন অব দি আর্থ ও অন্যান্য পুরস্কারে ভূষিত হয়েছেন। পক্ষান্তরে বিএনপি প্রধান মার্কিন পত্রিকা ওয়াশিংটন টাইমসে পত্র লিখে আমাদের পোশাক রফতানিতে জিএসপি সুবিধা না দিতে অনুরোধ করেছেন। রাজনীতির এই বিরুদ্ধাচরণের যদি এই নমুনা হয়, তাহলে রাজনীতির ভবিষ্যত কোন্্ পথে। অথচ দেশের মানুষ চায় শান্তি, সমঝোতা ও শিষ্টাচারের রাজনীতি। পূর্বোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, আমাদের দেশের রাজনীতি ঐ পথ থেকে অনেক অনেক দূরে। রাজনীতির এ দুরবস্থার দায়িত্ব জনগণের কাঁধে বর্তায় না; বর্তায় প্রধান দুই রাজনৈতিক দলের ওপর। উভয় দলকেই এ বিষয়টিতে ভবিষ্যতে আরও সজাগ, সতর্ক ও সক্রিয় হতে হবে। জনসমর্থন লাভের জন্য সব রাজনৈতিক দলকেই জনগণের কল্যাণে নিয়োজিত হতে হবে। তাদের মনের চাহিদা বুঝে কর্মসূচী প্রণয়ন করতে হবে। কিন্তু জনগণের প্রতি দৃষ্টি না দিয়ে বিএনপি প্রায়শই বিদেশী কূটনীতিকদের কাছে ধর্ণা দিয়ে সরকারের ওপর তাদের হস্তক্ষেপ আহ্বান করে। তাদের এহেন পদক্ষেপ জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। লেখক : সাবেক যুগ্ম সচিব ও কলামিস্ট
×