ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা প্রতিদিন গড়ে নিহত ১৫

প্রকাশিত: ০৮:৩৬, ২ মার্চ ২০১৭

সড়ক দুর্ঘটনা প্রতিদিন গড়ে নিহত ১৫

স্টাফ রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা জানুয়ারির তুলনায় গতমাসে বেড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সারাদেশে গড়ে প্রতিদিন ১৫ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। এ সময়ে গড়ে প্রতিদিন ১৩টি দুর্ঘটনা ঘটেছে। ফেব্রুয়ারিতে বিভিন্ন মহাসড়ক, জাতীয় সড়ক, আন্তঃজেলা সড়ক ও আঞ্চলিক সড়কে এসব প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। আর জানুয়ারিতে সারাদেশের এসব সড়কে প্রাণহানি ও আহতের দৈনিক গড় সংখ্যা ছিল যথাক্রমে ১৩ ও ৩৩। ওই ৩১ দিনে গড়ে প্রতিদিন ১১টি দুর্ঘটনা ঘটেছে। বুধবার বেসরকারী সংগঠন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির মাসিক নিয়মিত পরিসংখ্যান ও পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ২০টি জাতীয় দৈনিক, ১০টি আঞ্চলিক সংবাদপত্র এবং আটটি অনলাইন নিউজপোর্টাল ও সংবাদ সংস্থার তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।
×