ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাড়িচাপায় পা গেল পথচারীর চালক কারাগারে

প্রকাশিত: ০৮:৩৬, ২ মার্চ ২০১৭

গাড়িচাপায় পা গেল পথচারীর চালক কারাগারে

কোর্ট রিপোর্টার ॥ শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন উপসী গ্রামের মোঃ ছায়েদ আলীর স্ত্রী নূরজাহান বেগম (৫৫)। রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে স্বামী-সন্তান নিয়ে থাকেন। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে তিনি ধোলাইপাড় বাসস্ট্যান্ড এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের মাথা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা মেট্রো-জ-১১-২২৬০ নম্বরের গ্রেট তুরাগ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে নূরজাহানের বাম পা কাটা পড়েছে, আরেক পাও ঝুঁকিতে। এই ঘটনায় মামলায় গতকাল বুধবার চালককে কারাগারে পাঠিয়েছেন। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ক্ষেত্রে দ-বিধির ২৭৯ এবং ৩৩৮ (ক) ধারায় যথাক্রমে ৩ ও ২ বছর পর্যন্ত কারাদ- এবং ৫ হাজার টাকা পর্যন্ত অর্থদ-ের বিধান রয়েছে। আদালতে বাদীপক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট মবিনুল ইসলাম ও এ্যাডভোকেট সৈয়দা ফরিদা ইয়াসমিন। ওই ঘটনার পর গাড়ির ড্রাইভার মোঃ ইব্রাহিম (৩২) পালিয়ে যাওয়ার সময় জনতা তাকে আটক করে যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে তুলে দেয়। পরে আহতের ছেলে মোঃ শাহীন যাত্রাবাড়ী থানায় বুধবার একটি মামলা করেন। ওই মামলায় বুধবার আসামি ইব্রাহিমকে ঢাকা সিএমএম আদালতে পাঠানো হলে মহানগর ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
×