ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৮ দেশের দূতাবাসকে ডিএনসিসির চিঠি

প্রকাশিত: ০৮:১৬, ২ মার্চ ২০১৭

৮ দেশের দূতাবাসকে ডিএনসিসির চিঠি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কূটনৈতিক জোনে অবস্থিত ৮ দেশের দূতাবাসকে ফুটপাথে অবস্থিত নিরাপত্তামূলক স্থাপনা নিজস্ব কম্পাউন্ডের অভ্যন্তরে সরিয়ে নিয়ে তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্তকরণের অনুরোধ জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্র, ইতালি, জার্মানি, কানাডা, ফ্রান্স, ইউকে, অস্ট্রেলিয়া এবং তুরস্কের রাষ্ট্রদূতদের কাছে পাঠানো ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। ব্যারিস্টার ওমর সাদাতের দায়েরকৃত এক রীট পিটিশনের রায়ে ২০০১ সালের ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট অন্যান্যের সঙ্গে তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রকে ঢাকার ফুটপাথের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্তকরণের নির্দেশনা প্রদান করে।
×