ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিল পাস

প্রকাশিত: ০৮:০৬, ২ মার্চ ২০১৭

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিল পাস

সংসদ রিপোর্টার ॥ উন্নয়ন অর্থনীতি, জনসংখ্যা তথ্য ও অন্যান্য সামাজিক বিজ্ঞানসহ প্রাসঙ্গিক বিষয়ে গবেষণা, অনুসন্ধান ও জ্ঞান বিস্তারের জন্য একটি প্রতিষ্ঠান গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে ‘বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিল-২০১৭’ নামে একটি বিল পাস হয়েছে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বুধবার বিকেলে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে লিখিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। এরপর আইন প্রণয়ন কার্য চলাকালে বিরোধী দল জাতীয় পার্টির মোঃ ফখরুল ইমাম, নূরুল ইসলাম ওমর, নূর-ই হাসনা লিলি চৌধুরী ও রওশন আরা মান্নান এবং স্বতন্ত্র সদস্য মোঃ আব্দুল মতিন বিলটি পাসের আগে জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। কিন্তু তাদের সেই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। তাদের আনা সংশোধিত প্রস্তাবগুলোও নাকচ হয়ে যায়।
×