ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন খালেদা

প্রকাশিত: ০৮:০৫, ২ মার্চ ২০১৭

আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন খালেদা

সংসদ রিপোর্টার ॥ রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেছেন, জঙ্গী-সন্ত্রাসীদের সঙ্গে ঐক্য করে আগুনসন্ত্রাসের মাধ্যমে বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশকে ধ্বংস করে দিয়ে চেয়েছিলেন। আন্দোলনে পরাজিত ও জনবিচ্ছিন্ন হয়ে এখন আগামী নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছেন। কারণ তিনি জানেন দেশে যে উন্নয়নের জোয়ার বইছে, তাতে নির্বাচনী জোয়ারেও বিএনপি ভেসে যাবেন। কিন্তু তার কোন ষড়যন্ত্র-চক্রান্তই জনগণ এদেশের মাটিতে আর বাস্তবায়িত হতে দেবে না। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রথমে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং পরে ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, সরকারী দলের আবদুর রহমান, আয়েন উদ্দিন, মোহাম্মদ হাছান ইমাম খান, মোতাহার হোসেন, জাহানারা বেগম সুরমা, জাসদের শিরীন আখতার, বিরোধী দল জাতীয় পার্টির ফখরুল ইমাম প্রমুখ। আলোচনায় অংশ নিয়ে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, ইতিহাস নিয়ে বাংলাদেশে ছিনিমিনি খেলা হয়েছে পৃথিবীর কোন দেশে হয়েছে কি না জানি না। দেশের ইতিহাসের এই কলঙ্ক সৃষ্টিকারী মীরজাফর, গোলাম আযম, খুনী মোশতাক ও জিয়া এই চারজন বিশ্বাসঘাতক। মানুষকে পুড়িয়ে হত্যা, ধ্বংসযজ্ঞের যে নৃশংসতা বিএনপি-জামায়াত জোট করেছে, দেশের মানুষ কোনদিন তা ভুলে যাবে না।
×