ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বায়নের ফলে তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে বৈদেশিক বাণিজ্য ॥ তোফায়েল

প্রকাশিত: ০৮:০৪, ২ মার্চ ২০১৭

বিশ্বায়নের ফলে তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে বৈদেশিক বাণিজ্য ॥ তোফায়েল

সংসদ রিপোর্টার ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, বিশ্বায়নের ফলে বাণিজ্য উদারীকরণের প্রেক্ষাপটে বৈদেশিক বাণিজ্য তীব্র এবং ক্রমবর্ধিঞ্চু প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। এই প্রতিযোগিতায় রফতানি প্রবৃদ্ধিকে সুসংহত ও ঘাটতি হ্রাসের জন্য সরকার নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান। সরকারী দলের গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের রফতানিযোগ্য পণ্য সামগ্রীর বিভিন্ন দেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিতকরণের কার্যক্রম চালু রয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের সঙ্গে জিএসপি সুবিধার অধীনে এবং অন্যান্য কয়েকটি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি ও আঞ্চলিক চুক্তির অধীনে কার্যক্রম চলমান রয়েছে। বিশ্বের অন্যান্য দেশ হতে শুল্কমুক্ত সুবিধা আদায়ের লক্ষ্যে সরকার বিভিন্ন দেশে উচ্চ পর্যায়ের ডেলিগেশন প্রেরণ অব্যাহত রেখেছে। তিনি জানান, শুল্কমুক্ত সুবিধাপ্রাপ্তির ফলে বিভিন্ন দেশে ওভেন, নিট গার্মেন্টস, হিমায়িত খাদ্য, হোম টেক্সটাইল, জুতা, চামড়াজাত পণ্য, এগ্রোপ্রসেসড ফুড, লাইট ইঞ্জিনিয়ারিং, বাইসাইকেল, ওষুধ ও অন্যান্য অনেক পণ্যের রফতানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে রফতানি বৃদ্ধির নিশ্চিত সম্ভাবনা রয়েছে। ১৬২ দেশে এক কোটি বাংলাদেশী কর্মী ॥ সংসদ সদস্য শওকত চৌধুরীর প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানান, বিশ্বের ১৬২ দেশে এক কোটিরও বেশি বাংলাদেশী কর্মরত রয়েছে। বিদেশে যে সকল প্রবাসী অবৈধভাবে রয়েছেন তাদের সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ মিশনের মাধ্যমে বৈধকরণ, আইনী সহায়তা প্রদান এবং দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রবাসে অবৈধ কর্মীদের বৈধতা প্রদানের লক্ষ্যে সরকার কূটনৈতিক চেষ্টা অব্যাহত রেখেছে।
×