ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইনজীবীদের ভূমিকায় হতাশ সিনহা

প্রকাশিত: ০৭:৪৬, ২ মার্চ ২০১৭

আইনজীবীদের ভূমিকায় হতাশ সিনহা

বিডিনিউজ ॥ বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা অক্ষুণœ রাখার ক্ষেত্রে এই অঙ্গনের অন্যতম অংশীদার আইনজীবীদের বর্তমান ভূমিকায় হতাশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। বুধবার এক অনুষ্ঠানে বক্তব্যে বর্তমান আইনজীবীদের মামলা পরিচালনার দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আইনজীবীদের গুরুত্ব তুলে ধরে তাদের শুধু মামলাই নয়, বিচারাঙ্গনের মর্যাদা রক্ষায় তাদের সক্রিয়তা প্রত্যাশা করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “আপনারা যদি এটা মেনে নেন যে, আসামিদের জামিন, কোন দেওয়ানি মামলায় নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবেন; তাহলে কিন্তু শাসনতন্ত্র, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা কোনটাই টিকবে না। বার কাউন্সিলের আগের কার্যক্রমের প্রশংসা করে বর্তমান নেতৃত্বের ভূমিকার সমালোচনা করেন বিচারপতি সিনহা। আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধান বিচারপতি রাষ্ট্রের ভূমিকা নিয়েও কথা বলেন। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় এল এল এম ল’ইয়ার্স এ্যাসোসিয়েশনের আয়োজনে ‘বাসন্তী উৎসব’র আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিচারপতি সিনহা। সংগঠনের সভাপতি একেএম ফয়েজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আলী আহমেদ খোকনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিচারপতি একেএম আব্দুল হাকিম, বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি এম আর হাসান, সুপ্রীমকোর্ট বারের সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক বোরহান উদ্দিন খান, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এস এম মুনীর প্রমুখ। আলোচনার পর সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল, যাতে গান গেয়ে শোনান শিল্পী আব্দুল জব্বার, কুমার বিশ্বজিৎ, রোমানা ইসলাম, রন্টি দাস।
×