ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হিন্দু-মুসলিম-শিখ সবার দেহ পোড়ানো উচিত

প্রকাশিত: ০৭:৪৫, ২ মার্চ ২০১৭

হিন্দু-মুসলিম-শিখ সবার দেহ পোড়ানো উচিত

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের বিতর্কিত বিজেপি নেতা সাক্ষী মহারাজ বলেছেন, ভারতে কৃষিজমি বাঁচাতে কবরস্থান পুরোপুরি উঠিয়ে দিয়ে মুসলিমদেরও এখন থেকে দাহ করা উচিত। উত্তরপ্রদেশের উন্নাও থেকে নির্বাচিত এমপি সাক্ষী মহারাজ আরও যুক্তি দিয়েছেন জঙ্গীদের লাশ পুড়িয়ে ফেলা হলে ইসলামী সন্ত্রাসবাদেরও মোকাবেলা করা যাবে। কারণ, তখন জান্নাতে গিয়ে তাদের সুখভোগের কোন আকর্ষণ আর থাকবে না। খবর বিবিসির। তার এই প্রস্তাবকে তীব্র আক্রমণ করে বিরোধী দলগুলো বলছে, উত্তরপ্রদেশে যখন ভোট চলছে তখন সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতেই এ ধরনের কথা বলা হচ্ছে। যদিও সাক্ষী মহারাজের দল বিজেপি এ ব্যাপারে হ্যাঁ-না কিছুই বলছে না। উত্তরপ্রদেশে শ্মশান-কবরস্থান নিয়ে রাজনীতি সরগরম হয়ে আছে গত এক সপ্তাহ ধরেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে সে রাজ্যে ভোটের প্রচারে গিয়ে বলেছিলেন এগুলো নিয়ে রাজ্য সরকারের কখনই বৈষম্য করা উচিত নয়। মোদির বক্তব্য ছিল, গ্রামে একটা কবরস্থান বানানো হলে একটা শ্মশানও বানানো দরকার। রোজার সময় টানা বিদ্যুত দেয়া হলে দিওয়ালি বা হোলিতেও একই জিনিস করা দরকার। ধর্মের ভিত্তিতে ভেদভাব কাম্য নয়। বিরোধী দলগুলো তখন থেকেই বলে আসছে, ভোটের সময় শ্মশান-কবরস্থানের তুলনা না টানলেই প্রধানমন্ত্রী ভাল করতেন। কিন্তু এখন তার দলের সাংসদ সাক্ষী মহারাজ সেই প্রসঙ্গের রেশ টেনে আরও মারাত্মক প্রস্তাব দিয়েছেন।
×