ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাখির মতো ডাইনোসর!

প্রকাশিত: ০৫:৫১, ২ মার্চ ২০১৭

পাখির মতো ডাইনোসর!

১৬ কোটি বছর আগের একটি ডাইনোসর ঠিক দেখতে কেমন ছিল? জীবাশ্মবিদরা বলছেন, এদের পা ছিল ঢাকের কাঠির মতো এবং অনেকটাই দেখতে পাখির মতো। পালকবিশিষ্ট এই ডাইনোসরের পাখির ডানার মতো অনুরূপ বাহু ছিল। এই প্রাণীটির আকৃতির বিস্তারিত তুলে ধরতে বিজ্ঞানীরা উচ্চ ক্ষমতাসম্পন্ন লেজার ব্যবহার করেছেন। এ বিষয়ক গবেষণা পাখির উৎপত্তি নিয়ে ধারণা দিতে পারে। ইউনিভার্সিটি অব হংকংয়ের অধ্যাপক মাইকেল পিটম্যান বলেন, পাখির উৎপত্তি বোঝার ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক গবেষণা। তিনি আরও বলেন, এই ডাইনোসরের নাম দেয়া হয়েছে এ্যাঙ্কিওরনিস। ইউনিভার্সিটি অব এডিনবার্গের অধ্যাপক ড. স্টিফেন ব্রুসেট বলেন, লেজারের ছবিতে দেখা গেছে, পাখি না হলেও এসব ডাইনোসরের ডানা ছিল যা অবিকল বর্তমানকার পাখির ডানার মতো। এই ডাইনোসর জুরাসিক আমলে চীনে বাস করত। সে সময় প্রথম সত্যিকার পাখির উদ্ভব বলে ধারণা করা হয়। এই ডাইনোসরের পালকগুলোতে ছিল সাদা ও কালো রেখা এবং মাথার ঝুঁটিতে ছিল কমলা রঙের পালক। তবে এ্যাঙ্কিওরসনিস উড়তে পারত কি না, তা স্পষ্ট নয়। এই গবেষণা ন্যাচার কমিউনিকেশন্সে প্রকাশিত হয়েছে। -বিবিসি
×