ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যেন স্বপ্নপুরী, সুরের ঢেউয়ে মাতোয়ারা দর্শক শ্রোতা

প্রকাশিত: ০৫:৫০, ২ মার্চ ২০১৭

যেন স্বপ্নপুরী, সুরের ঢেউয়ে মাতোয়ারা দর্শক শ্রোতা

সালাম মশরুর, সিলেট অফিস ॥ যেন কোন স্বপ্নপুরী, রাতের মায়াবি আঁচলে বাঁধা পড়েছে ইচ্ছা অনিচ্ছার অনন্ত ভাবনাগুলো। রাত যত গভীরতার দিকে যাচ্ছে সুরের ঢেউ ততই আকাশচুম্বী হচ্ছে। আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের পুরোটাই যেন সুরের বন্যায় ভেসে বেড়াচ্ছে। আলতো আলো-আঁধারে এক টুকরো ভেন্যু যেন ভিন্ন আদলে নিজেকে স্বতন্ত্র অবস্থানে নিয়ে গেছে। বাইরের জগতের সঙ্গে তার বুঝি কোন মিল নেই। কারুকাজ ম-িত হাছন রাজা মঞ্চ ভাসছে মায়াবি আলোতে। প্রথিতযশা গুণী শিল্পী, সে মাপের বাদক ও বাদ্যযন্ত্র। খাঁটি মানের দর্শক-স্রোতা। নেই কোন হৈ-হুল্লুড়। গানে গানে তৃপ্ত শিল্পী, তৃপ্ত স্রোতা-দর্শক। জনপ্রিয় গুণী শিল্পীরা শুধু গান গেয়েই নয়, গায়কি ভঙ্গিতে গানের পটভূমি, নিজের মনের কথা ব্যক্ত করে প্রাণ ভরে ভাললাগার অনুভূতি প্রকাশ করছেন। এভাবেই ষোলকলায়পূর্ণ উৎসবের রাতের ক্ষণগুলি শিল্পী-স্রোতাদের উপস্থিতিতে স্মৃতির ঝাপি সমৃদ্ধ করে চলেছে। অনুষ্ঠানস্থল আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্সের পুরোটাই ভরে উঠে দর্শক উপস্থিতিতে। যতজন বসে থাকেন তাদের চেয়ে বেশি দর্শক দাঁড়িয়ে। তারা শিল্পীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে উপভোগ করছেন অনুষ্ঠান। রবীন্দ্রনাথ, পঞ্চকবির গান, বাঁশি, আধুনিক গান প্রতি মুহূর্তে প্রাণবন্ত দর্শক। শিল্পীকে উৎসাহ দিয়ে যাচ্ছেন করতালির মাধ্যমে। দশ দিনব্যাপী আয়োজনের অষ্টম দিনেও সিলেটের বেঙ্গল সংস্কৃতি উৎসবে দর্শনার্থীদের ছিল উপচেপড়া ভিড়। নির্ধারিত সময় বিকেল চারটা থেকে শুরু অনুষ্ঠানের। সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলিতভাবেই মাঠে প্রবেশ করেন সংস্কৃতিপ্রেমীরা। বুধবারের আয়োজনের মধ্যে সৈয়দ মুজতবা আলী মঞ্চে বিকেল চারটায় প্রদর্শনী করা হয় জনপ্রিয় ছবি ‘আমার বন্ধু রাশেদ’। আমার বন্ধু রাশেদ ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী যুদ্ধভিত্তিক চলচ্চিত্র। মুহম্মদ জাফর ইকবাল রচিত উপন্যাস অবলম্বনে বাংলাদেশ সরকারের অনুদানে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। ছবিটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে বানানো হয়েছে। আজকের আয়োজন ॥ আজ বৃহস্পতিবার নবম দিনের মতো চলছে বেঙ্গল সংস্কৃতি উৎসব। আজকের আয়োজনের মধ্যে রয়েছে বিকেল চারটায় সৈয়দ মুজতবা আলী মঞ্চে ‘রিনা ব্রাউন’ ছবির প্রদর্শনী। পরে সোয়া সাতটায় পরিবেশন করা হবে লোকনাট্যদলের পরিবেশনায় মঞ্চ নাটক ‘কঞ্জুস’। আর হাছন রাজা মঞ্চে ‘রবীন্দ্র সংসদ সম্মেলন, সিলেট’ এর আয়োজনে শিশুদের গ্রুপ পরিবেশনাও শিশুতীর্থের পরিবেশনায় মিউজিক্যাল ড্রামা। এছাড়া নজরুল সঙ্গীত পরিবেশন করবেন রাকিবা হাসান ঐশি। বাওইয়া গান পরিবেশন করবেন সাইফুল আলম রাজা ও ফেরদৌস আরা। পরে আধুনিক গান পরিবেশন করবেন হৈমন্তী শুক্লা এবং লোক সঙ্গীত পরিবেশন করবেন পার্বতী বাউল।
×