ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করি না, করবও না ॥ সিইসি

প্রকাশিত: ০৫:৪৯, ২ মার্চ ২০১৭

কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করি না, করবও না ॥ সিইসি

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১ মার্চ ॥ প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, দেশবাসী ও সকল রাজনৈতিক দলের কাছে আস্থা ফিরিয়ে আনার জন্যই আমি কাজ করে যাচ্ছি। এ নির্বাচন কমিশনের ওপর সকল রাজনৈতিক দল আস্থা ও বিশ্বাস রাখতে পারবেন। ইতোমধ্যে দেশের দু’একটি এলাকায় নির্বাচন হয়েছে। সে নির্বাচন আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবেই করেছি। ওই নির্বাচনগুলো দেখলেই বোঝা যাবে আমরা কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করি না, কখনও করবও না। বিএনপিসহ তাদের জোটের অন্যান্য দলগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে এমনটাই আমি প্রত্যাশা করি। গণতন্ত্রের মূল ভাষাই হচ্ছে সমালোচনাকে সম্মান করা। বাংলাদেশে নির্বাচন কমিশন নিয়েও সমালোচনা হয়। আমরা আমাদের কাজের মাধ্যমে সে সমালোচনার জবাব দিচ্ছি। মোদ্দা কথা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবেই হবে। সিইসি কে এম নূরুল হুদা বুধবার সকালে তাঁর পিতা-মাতার কবর জিয়ারত করতে নিজ এলাকা পটুয়াখালীর বাউফলের নওমালা এলাকায় আসেন এবং দুপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে মঙ্গলবার পটুয়াখালীর গলাচিপা পৌরসভা ও রাঙ্গাবালী উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় করেছেন। তিনি বিকেলে ঢাকার উদ্দেশে গ্রামের বাড়ি ত্যাগ করবেন।
×