ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা ৮-১০ এপ্রিল দিল্লী সফর করতে পারেন

প্রকাশিত: ০৫:৩৩, ২ মার্চ ২০১৭

শেখ হাসিনা ৮-১০ এপ্রিল দিল্লী সফর করতে পারেন

কূটনৈতিক রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮-১০ এপ্রিল দিল্লী সফর করতে পারেন। এ বিষয়ে ঢাকা-দিল্লীর মধ্যে প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্তের পর উভয়পক্ষ আনুষ্ঠানিক ঘোষণা দেবে। সূত্র জানায়, গত ২৩-২৪ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্করের ঢাকা সফরের পর প্রধানমন্ত্রী এপ্রিলের প্রথম সপ্তাহে দিল্লী সফরে যাবেন বলে ঘোষণা দেয়া হয়। তবে সে সময় সুনির্দিষ্টভাবে তারিখ ঘোষণা করা হয়নি। এখন প্রধানমন্ত্রীর ৮-১০ এপ্রিল দিল্লী সফরের বিষয়ে ঢাকা-দিল্লীর মধ্যে প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রস্তুতি নিয়ে আগে থেকেই ঢাকা-দিল্লীর মধ্যে প্রস্তুতি চলছিল। তবে এখন ৮-১০ এপ্রিল সামনে রেখে এই সফরকালে কি কি চুক্তি হতে পারে সে বিষয়েও প্রস্তুতি নিচ্ছে ঢাকা-দিল্লী। তবে প্রধানমন্ত্রীর ভারত সফর সামনে রেখে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে, সেসব নিয়ে আলোচনা চলছে। প্রধানমন্ত্রীর দিল্লী সফরের সময় প্রায় ২০ থেকে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। দিল্লীর কূটনৈতিক সূত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে দিল্লী সফর করবেন। শেখ হাসিনার সফরের পর পরেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দিল্লী সফরে যাবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর দিল্লী সফর সামনে রেখে দুই দেশের সামরিক সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে এখন আলোচনা চলছে। ভারতের পক্ষ থেকে সামরিক সহযোগিতার বিষয়ে জোর দেয়া হচ্ছে। আর পানি সমস্যা সমাধানের বিষয়ে প্রাধান্য দিচ্ছে ঢাকা। বিশেষ করে গঙ্গা বাঁধ প্রকল্প বাস্তবায়নে ভারতের ইতিবাচক সমর্থন চায় বাংলাদেশ। এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর গত ৩০ নবেম্বর দুইদিন ঢাকা সফর করেন। ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়। সে সময় ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যাশা করছেন, তিনি (শেখ হাসিনা) যেন ভারত সফর করেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রস্তুতির অংশ হিসেবে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক গত ৮-১০ নবেম্বর দিল্লী সফর করেছেন। সেখানে তিনি ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লী সফরকালে কি কি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে, সে বিষয়েও আলোচনা করেন দুই পররাষ্ট্র সচিব। ভারতের গোয়ায় ব্রিকস-বিমসটেক আউটরিচ সম্মেলনে যোগদানের সময় গত বছর ১৬ অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রীর একটি দ্বিপক্ষীয় বৈঠক হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণেই এই সফর হবে। সে অনুযায়ী গত বছর ১৯-২০ ডিসেম্বরে ভারত সফর ঠিক হয়েছিল। তবে হঠাৎ করেই সেই সফর পিছিয়ে যায়। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে প্রস্তুতি নেয়া হয়েছিল। তবে সে সফরও পিছিয়ে যায়।
×