ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিরলেন হেলস

প্রকাশিত: ০৫:৩২, ২ মার্চ ২০১৭

ফিরলেন হেলস

স্পোর্টস রিপোর্টার ॥ ডান হাতের ইনজুরির কারণে এক মাস বিশ্রামে থাকার পর ওয়েস্ট ইন্ডিজ সফরের ইংল্যান্ড দলে আবারও দলে ডাক পেয়েছেন তারকা ওপেনার এ্যালেক্স হেলস। অন্যদিকে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ২১ বছর বয়সী পেসার টম কুরান। ইনজুরিতে জ্যাক বল ছিটকে যাওয়ায় তাকে দলে নেয়া হয়েছে। এ্যান্টিগায় শুক্রবার (৩ মার্চ) প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। বাকি দু’টি ম্যাচ মাঠে গড়াবে ৫ ও ৯ মার্চ। ২৮ বছর বয়সী নটিংহ্যামশায়ারের ব্যাটসম্যান হেলস জানুয়ারিতে ভারত সফরে গিয়ে হাতে ব্যথা পান। ইংল্যান্ডের হয়ে এ পর্যন্ত ১১টি টেস্ট ও ৪০টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন তিনি। যদিও ২৭ জানুয়ারি ঘোষিত প্রাথমিক স্কোয়াডে ছিলেন না তিনি। ধারণা করা হয়েছিল, পুরোপুরি সুস্থ হতে হয়তো আরও কিছুদিন সময় লাগবে। কিন্তু যথাযথ পুনর্বাসনের পরে স্ক্যান রিপোর্টে তার সুস্থতার নিশ্চয়তা পাওয়া যায়। গত বছর ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক হেলস। নিজের হোম গ্রাউন্ড ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৭১ রানের ইনিংস খেলেন। অন্যদিকে হাঁটুর ইনজুরিতে শেষ মুহূর্তে ছিটকে গেছেন ২৫ বছর বয়সী নটিংহ্যাম্পশায়ারের বোলার জ্যাক বল। তার স্থলাভিষিক্ত হচ্ছেন অভিষেকের অপেক্ষায় থাকা টম কুরান। এখন পর্যন্ত ৪২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৭১ ইনিংসে কুরান তুলে নিয়েছেন ১৪৭ উইকেট। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে তার ৩৬ ম্যাচে উইকেট সংখ্যা ৫৮টি। আর ৩৫ টি২০ ম্যাচে দখল করেছেন ৩৪ উইকেট। ওদিকে ঘরের মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
×