ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আর্জেন্টাইনদের নৈপুণ্যে ফাইনালের পথে জুভেন্টাস

প্রকাশিত: ০৫:৩১, ২ মার্চ ২০১৭

আর্জেন্টাইনদের নৈপুণ্যে ফাইনালের পথে জুভেন্টাস

স্পোর্টস রিপোর্টার ॥ দুই আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে ভর করে ইতালিয়ান কাপের ফাইনালে এক পা দিয়ে রেখেছে জুভেন্টাস। মঙ্গলবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে নেপোলিকে ৩-১ গোলে হারিয়েছে ইতালিয়ান পরাশক্তিরা। টুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে জুভেন্টাসের হয়ে জোড়া গোল করেন তরুণ আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। মজার বিষয় হচ্ছে, দু’টি গোলই তিনি করেন পেনাল্টি থেকে। দলের আরেক গোলদাতা আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়াইন। অথচ ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল অতিথি নেপোলিই। দিয়াগো ম্যারাডোনার সাবেক ক্লাবের হয়ে গোলটি করেন রিয়ালের সাবেক ফুটবলার জোশে ক্যালেজন। আগামী ৫ এপ্রিল নেপলসে শেষ চারের দ্বিতীয় লেগের ম্যাচ হবে। ওই ম্যাচে নেপোলিকে অগ্নিপরীক্ষা দিতে হবে। ইতালিয়ান সিরি এ লীগে টানা পাঁচবারের শিরোপা জয়ী জুভেন্টাস। এবার কোপা ইতালিয়ার সেমিফাইনালেও উঠেছে তারা। ফাইনালে উঠতে পারলে সেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ রোমা বা ল্যাজিও। ম্যাচে জুভেন্টাসের বিরুদ্ধে প্রথমে এগিয়ে যায় অতিথি নেপোলি। ৩৬ মিনিটে সফরকারীদের হয়ে গোল করেন ক্যালেজন। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় জুভরা। কিন্তু দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই স্বাগতিকদের সমতায় ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা। পেনাল্টিতে গোলটি করেন তিনি। এরপর ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়াইন। গত মৌসুমেও নেপোলিতে খেলেন হিগুয়াইন। ইতালিয়ান সিরি এ’তে রেকর্ড গড়ে করেন ৩৬ গোল। কিন্তু চলতি মৌসুমের শুরুতে তাকে রেকর্ড মূল্যে দলে ভেড়ায় জুভেন্টাস। সাবেক ক্লাবের বিরুদ্ধে আগে এক ম্যাচে এক গোল করেন তিনি। এবার দ্বিতীয় ম্যাচেও গোল পেলেন হিগুয়াইন। এদিন জুভেন্টাসের হয়ে তৃতীয় গোলটিও করেন দিবালা। ৬৯ মিনিটের গোলটিও আসে পেনাল্টি থেকে। জয় পেলেও আত্মতুষ্টিতে ভুগছে না জুভেন্টাস। দলটির কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি ম্যাচ শেষে বলেন, জয়টি গুরুত্বপূর্ণ। এতে করে আমরা এগিয়ে থাকলাম। তবে তুষ্ট হওয়ার কিছু নেই। পরের লেগ খেলতে হবে নেপোলির মাঠে। সেখানে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে এটা নিশ্চিতকরেই বলা যায়। দুই আর্জেন্টাইনে প্রশংসা করে জুভেন্টাস বস বলেন, দিবালা দারুণ ধারাবাহিকতা দেখিয়ে চলেছে। ও’ আগেই দেখিয়েছেন নিজের সক্ষমতা। পেনাল্টি থেকে গোল করলেও সে পুরো ম্যাচে ভাল খেলেছে। হিগুয়াইনকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। ও’ অসাধারণ একজন ফুটবলার। দলের জন্য নিজের শতভাগ দিতে কার্পণ্য করে না।
×