ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্কারে ঐক্যের সুর

প্রকাশিত: ০৫:২৪, ২ মার্চ ২০১৭

অস্কারে ঐক্যের সুর

সেই ১৯২৯ সাল থেকে যাত্রা শুরু করে বিশ্বের সেরা চলচ্চিত্র সম্মান পুরস্কার ‘অস্কার’। শুধু চলচ্চিত্রের ইতিহাসেই নয়, বিশ্বের শিল্প সাহিত্যের ইতিহাসে অস্কার পুরস্কার সবচেয়ে আলোচিত এবং সম্মানজনক পুরস্কার হিসেবে সকল তারকার আকাক্সিক্ষত বটে। যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলসে হলিউড এ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ৮৯তম এ্যাকাডেমি এ্যাওয়ার্ডস অনুষ্ঠান। ৮৯তম একাডেমি এ্যাওয়ার্ডে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘মুনলাইট’। কৃষ্ণাঙ্গ এক কিশোরের শৈশব থেকে যৌবনের ঘটনাবহুল জীবন আখ্যান নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কেসি এ্যাফ্লেক। ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ ছবিতে অভিনয়ের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়। ‘লা লা ল্যান্ড’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর মুকুট জিতেছেন হলিউড তারকা এমা স্টোন। বেস্ট সং ক্যাটাগরিতে অস্কার জিতেছে ‘লা লা ল্যান্ড’ ছবির ‘সিটি অব স্টারস’ গানটি। সেরা অভিনেতার দৌড়ে কেসি এ্যাফ্লেকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ‘হ্যাকসো রিজ’-এর এ্যান্ড্রু গারফিল্ড, ‘লা লা ল্যান্ড’-এর রায়ান গসলিং, ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’-এর ভিগো মরটেনসেন ও ‘ফেন্সেস’-এর জন্য ডেনজেল ওয়াশিংটন। তবে অস্কারমঞ্চে শেষ হাসি হাসেন কেসি এ্যাফ্লেক। সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে এমা স্টোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ‘এলো’-ইসাবেল হুপার্ট, লাভিং-এর রুথ নেগা, জ্যাকি-এর নাটালি পোর্টম্যান, ফ্লোরেন্স ফস্টার জেনকিন্সের মেরিল স্ট্রিপ। ‘ফেঞ্চেস’ ছবিতে অভিনয়ের জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ভায়োলা ডেভিস। সেরা সহ-অভিনেতার পুস্কার জিতেছেন মাহারশালা আলী (মুনলাইট)। সেরা বিদেশী ভাষার ছবির পুরস্কার পেয়েছে আসগর ফারহাদির ইরানি ছবি ‘দ্য সেলসম্যান’। তবে কিছু বিপত্তি ঘটে এই অনুষ্ঠানে অন্যান্য বিভাগের বিজয়ীর মতো সেরা চলচ্চিত্রের নামও ছিল সোনালি রঙা খামে। সেটা খুলে ফেই ডুনাওয়ে ‘লা লা ল্যান্ড’-এর নাম ঘোষণা করেন। পাশেই ছিলেন ওয়ারেন বিটি। আনন্দে উদ্বেল হয়ে মঞ্চে হাজির হন ‘লা লা ল্যান্ড’ বাহিনী। কিন্তু এর প্রযোজক জর্ডান হরউইৎজ খামে দেখেন ‘মুনলাইট’-এর নাম লেখা! তাই তিনি ভুল শোধরানোর জন্য সেটা সবাইকে দেখালেন। ‘মুনলাইট’ শিবির মঞ্চে আসার পর এর পরিচালক ব্যারি জেনকিন্সকে জড়িয়ে ধরেন জর্ডান। আদৌতে দুই তারকাকে দেয়াই হয়েছিল ভুল খাম! তাছাড়া এ্যাকাডেমি এ্যাওয়ার্ড কিংবা অস্কার পুরস্কার বর্ণবাদী পশ্চিমা সংস্কৃতির আধিপত্যেকেই প্রশ্নহীন করে; সমালোচকদের এমন অভিযোগ নতুন নয়। তবে এবারের অস্কার যেন এর ব্যতিক্রম। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবাজ, বর্ণবাদী এবং মুসলিমবিরোধী বিভক্তির রাজনীতির বিপরীতে এবারের অস্কার মঞ্চে ধ্বনিত হয়েছে শিল্পের শান্তি-সম্মিলন আর ঐক্যের সুর। তীব্র ট্রাম্পবিরোধী কটাক্ষে কেঁপে উঠেছে এবারের মঞ্চ। তার বিভেদের দেয়াল ভাঙার ডাক দিয়েছেন একজন মেক্সিকান শিল্পী। আর সিরীয় প্রামাণ্যচিত্রকে পুরস্কৃত করার মধ্য দিয়ে যুদ্ধবিরোধিতাও জানান দিয়েছে একাডেমি এ্যাওয়ার্ডের মঞ্চ। মঞ্চের বাইরেও এ্যাডয়ার্ডপ্রাপ্তরা সামিল হয়েছেন ট্রাম্পবিরোধী প্রতিবাদে। ইরানি চলচ্চিত্রকার ফারহাদির অনবদ্য চলচ্চিত্র ‘দ্য সেলসম্যান’কে বিদেশী ভাষার সেরা সিনেমার স্বীকৃতি দিয়েছে এবারের এ্যাকাডেমি এ্যাওয়ার্ড কর্তৃপক্ষ । এক দম্পতিকে ঘিরে আবর্তিত হয়েছে ‘দ্য সেলসম্যান’ এর কাহিনী। চলচ্চিত্রে আর্থার মিলারের ‘ডেথ অব এ্যা সেলসম্যান’ মঞ্চনাটকে অভিনয় করতে দেখা যায় ওই দম্পতিকে। যৌনকর্মী থাকেন, এমন একটি এ্যাপার্টমেন্ট ভাড়া নেয়ার পর তাদের দাম্পত্য জীবনে শুরু হয় টানাপোড়েন। ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞার প্রতিবাদে লস এ্যাঞ্জেলেসে রবিবার সন্ধ্যায় ৮৯তম একাডেমি এ্যাওয়ার্ডের এই আসর বয়কট করেছিলেন ফারহাদি। তবে এ্যাকাডেমি এ্যাওয়ার্ডের রবিবারের আয়োজনে তার পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য পড়ে শোনান আনুশেহ আনসারি। সেখানে বলা হয়, ‘আমার অনুপস্থিতি আমার জাতি এবং অন্য সাতটি দেশের অভিবাসীদের ওপর অমানবিকভাবে চাপিয়ে দেয়া নিষেধাজ্ঞার প্রতিবাদ।’ বার্তায় তিনি আরও বলেন, ‘গোটা বিশ্বে এই বিভাজন আমাদের এবং আমাদের শত্রুদের মধ্যে যুদ্ধের জন্য একটি অন্যায্য অজুহাত তৈরির আশঙ্কা সৃষ্টি করে।’ তবে অনেকের মতে ৮৯তম এ্যাকাডেমি এ্যাওয়ার্ডস সব পক্ষের মুখ বন্ধ করার জন্য সবদিকে ভারসাম্য বজায় রেখে পুরস্কার দেয়া হয়েছে।
×