ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আসছে ধুন্ধুমার এ্যাকশন থ্রিলার কমান্ডো টু

প্রকাশিত: ০৫:২৩, ২ মার্চ ২০১৭

আসছে ধুন্ধুমার এ্যাকশন থ্রিলার কমান্ডো টু

বলিউডে এ্যাকশন সিনেমার কদর অতীতেও ছিল, এখনও আছে। তবে এ্যাকশন সিনেমা নির্মাণে অনেক পরিবর্তন এসেছে। এই পরিবর্তন গল্পে, চরিত্রে, নির্মিতিতে, স্ট্যান্ট এ্যাকশন দৃশ্য পর্দায় উপস্থাপন কৌশলে। হলিউডি সিনেমার অনুকরণে অতীতে বলিউডের বেশিরভাগ এ্যাকশন সিনেমা নির্মিত হলেও সেগুলোর কারিগরি মান ততটা জোরালো ছিল না। তবে আজকাল বলিউডি এ্যাকশন সিনেমাগুলোর গল্প ও কারিগরি মানে অনেক আধুনিকতার প্রকাশ লক্ষ্য করা যায়। অনেক ক্ষেত্রে হলিউডের কলাকুশলীদের এনে বলিউডের এ্যাকশন ছবিগুলোর কাজ করা হয়। দর্শকদের রুচি অনেক বদলে গেছে। তাদের রুচি এবং চাহিদার কথা ভেবে এখনকার বলিউডের এ্যাকশন ছবিগুলো নির্মিত হচ্ছে। ফলে এখনকার বলিউডি এ্যাকশন ছবিগুলো অনেক আধুনিক এবং স্মার্টই বলা যায়। বলিউডে এখনও এ্যাকশন মারদাঙ্গা সিনেমার সংখ্যা বেশি। প্রায় প্রতি সপ্তাহে মুক্তি পাচ্ছে নতুন নতুন সিনেমা। এর মধ্যে এ্যাকশন সিনেমা থাকছেই। আগামী মার্চের প্রথম সপ্তাহেই মুুক্তি পাচ্ছে তেমনি একটি আলোচিত এবং বহুল প্রতীক্ষিত এ্যাকশন সিনেমা ‘কমান্ডো টু দ্য ব্ল্যাক মানি ট্রেইল।’ দেবেন ভোজানি পরিচালিত এ ছবিটি প্রযোজনা করেছেন বিপুল অমৃতলাল শাহ। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘কমান্ডো : এ ওয়ান ম্যান আর্মি’ ছবিটি। যা দর্শকপ্রিয়তা লাভ করেছিল বিপুলভাবে। সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এর সিক্যুয়াল ‘কমান্ডো টু’ নির্মিত হয়েছে। আগে ছবিটির পরিচালক ছিলেন দিলীপ ঘোষ। ওই ছবিরও প্রযোজক ছিলেন বিপুল অমৃত লাল শাহ। ওখানে ভারতীয় সেনাবাহিনীর একজন দুর্ধর্ষ কমান্ডো করণবীর সিং দোগরা চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যুৎ জামওয়াল। দক্ষিণী তামিল তেলেগু সিনেমার আলোচিত এ্যাকশন তারকা বিদ্যুৎ ‘কমান্ডো’ ছবিতে চোখ ধাঁধানো এ্যাকশন দৃশ্যগুলোতে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। একজন সত্যিকার মার্শাল আর্ট জানা অভিনেতা হিসেবে ইতোমধ্যে তার খ্যাতি, পরিচিতি ছড়িয়ে পড়েছে। তাকে এই সময়ের এ্যাকশন হিরো বিবেচনা করা হয়। ‘কমান্ডোট’ ছবিতেও বিদ্যুৎ জামওয়াল করণবীর সিং দোগরা চরিত্রে রূপদান করছেন। একজন চৌকস কমান্ডো অফিসার হিসেবে এবার তাকে দেখা যাবে কালো টাকার মালিক শক্তিশালী চক্রের বিরুদ্ধে মরণপণ লড়াইয়ে লিপ্ত হতে। একজন নিবেদিত প্রাণ দুঃসাহসী কশলী কমান্ডো করণবীর এবার দারুণ চ্যালেঞ্জিং মিশনে নামার পর ঘটতে থাকে নাটকীয় সব ঘটনা। শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। ‘কমান্ডো টু’ ছবির গল্প সমসাময়িক বিভিন্ন ঘটনাবলী নিয়ে আবর্তিত হয়েছে। যেখানে সাসপেন্স থ্রিল উত্তেজনা কোনটিরই কমতি নেই। দর্শক ছবিটি দেখতে বসে এক ধরনের উত্তেজনা আর শিহরণের আবেশে জড়িয়ে পড়বেন। বিদ্যুৎ জামওয়াল ‘কমান্ডো টু’ ছবির মাধ্যমে দর্শকদের আবারও চমকিত করবেন। বলা যায়, এ ছবির প্রধান আকর্ষণ তিনি। এ ছবিতে নিজের অভিনয় প্রসঙ্গে বিদ্যুৎ সাম্প্রতিক এক সাক্ষাতকারে বলেন, ‘আমি এর আগে ‘ফোর্স’, ‘কমান্ডো’ প্রভৃতি ছবিতে যে ধরনেন এ্যাকশন স্ট্যান্ট করেছি ‘কমান্ডো টু’তে আরও অনেক বেশি উন্নত মানের মার্শাল আর্টসহ স্ট্যান্ট করতে হয়েছে। এবার আমি চেয়েছি দর্শকদের নতুন কিছু দিতে’। ‘কমান্ডো টু’ ছবিতে আরও অভিনয় করেছেন আদাহ শর্মা, ফ্রেডি দারুওয়ালা, সহায়েল নায়ার, ঠাকুর অনুপ সিং, শেফালি শাহ, সতীশ কৌশিক, এশা গুপ্তা এবং আদিল হুসেইন প্রমুখ ‘কমান্ডো টু’ ছবির প্রযোজক বিপুল অমৃত লাল শাহ এর আগে আরও বহু ব্যবসাসফল হিন্দী সিনেমা নির্মাণ করেছেন। এবার তার উচ্চাভিলাষী প্রজেক্ট ‘কমান্ডো টু’ মুক্তির পর বলিউডি এ্যাকশন সিনেমার দৃশ্যপট পাল্টে যাবে বলে ধারণা করছেন তিনি। আর এ ছবির মাধ্যমে বিদ্যুৎ জামাওয়াল ভারতীয় বন্ড হিসেবে আবির্ভূত হবে। এ্যাকশন ছাড়াও এ ছবিতে রোমাঞ্চ, নাচগান সবই রয়েছে। বিনোদনের নানা চমকে পরিপূর্ণ আনন্দ সম্ভার হিসেবে আসছে রুপালি পর্দায়। ‘কমান্ডো টু’। ইতোমধ্যে এ ছবির ট্রেলার দর্শকদের বিপুলভাবে আকৃষ্ট করেছে। সবাই অধীরভাবে অপেক্ষা করছেন ধুন্ধুমার এই এ্যাকশন ছবির জন্য। ‘কমান্ডো টু’ ছবিতে অনেক দিন পর দেখা যাবে সুন্দরী অভিনেত্রী আদাহ শর্মাকে। হিন্দী ও তেলেগু সিনেমায় তাকে আগে দেখা গেছে। ২০০৮ সালে বলিউডে তার অভিষেক হয়েছিল হরর মুভি ১৯২০ এর মাধ্যমে। ছবিটি ব্যবসা সফল হলেও বলিউডে তেমন সুবিধা করতে পারেননি এতদিনে। প্রথম সিনেমায় তার সুঅভিনয় দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছিল। এ জন্য সেরা সম্ভাবনাময় নতুন মুখের অভিনেত্রী হিসেবে আদাহ শর্মা ফিল্ম ফেয়ার পুরস্কার লাভ করেছিলেন। এরপর আদাহ শর্মাকে দেখা গেছে ‘হাসি তো ফাঁসি’ ছবিতে। এ ছবিতেও তিনি দর্শকদের মুগ্ধ করলেও ক্যারিয়ারে তেমন ভাল কিছু যোগ করতে পারেননি। যে কারণে অনেকটা হতাশ হয়ে তিনি দক্ষিণী সিনেমায় ব্যস্ত হয়ে পড়েন। গত কয়েক বছরে অনেক তামিল তেলেগু সিনেমায় অভিনয় করেছেন সুন্দরী এই অভিনেত্রী। ‘কমান্ডো টু’ ছবির মাধ্যমে হিন্দী সিনেমায় তার প্রত্যাবর্তন ঘটতে চলেছে। কামব্যাক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে ‘কমান্ডো টু’ ছবিটি। দেখা যাক, আদাহ শর্মার ভাগ্যে কী রয়েছে এবার।
×