ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লৌহ যুগের স্বর্ণালঙ্কার

প্রকাশিত: ০৫:১০, ২ মার্চ ২০১৭

লৌহ যুগের স্বর্ণালঙ্কার

ব্রিটেনে দুই বন্ধু এমন অলঙ্কার খুঁজে পেয়েছেন যা লৌহ যুগের পুরনো স্বর্ণ হতে পারে। তিনটি মালা ও একটি ব্রেসলেট আড়াই হাজার বছর আগের বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ জাদুঘরের কর্মকর্তা জুলিয়া ফেয়ারলি এই স্বর্ণালঙ্কারকে বৈশ্বিক গুরুত্বের বিবেচনায় অনন্য আবিষ্কার বলে অভিহিত করেছেন -বিবিসি খাওয়ার শিষ্টাচার চীনের হুবেই প্রদেশে উহান এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা খাবার খাচ্ছে। তবে তাদের কথা বলতে ছিল মানা। তাদের জন্য কেবল হাতের ইশারায় ভাত, সবজি বা স্যুপ চাওয়ার অনুমতি ছিল। এর মাধ্যমে মূলত তাদের খাওয়ার শিষ্টাচার শেখানো হয় -এএফপি
×