ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আনসার ক্যাম্পের লুণ্ঠিত ১১ অস্ত্র উদ্ধার, রোহিঙ্গা সন্ত্রাসী আটক

প্রকাশিত: ০৫:০৮, ২ মার্চ ২০১৭

আনসার ক্যাম্পের লুণ্ঠিত ১১ অস্ত্র উদ্ধার, রোহিঙ্গা সন্ত্রাসী আটক

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, টেকনাফে আনসার ক্যাম্প থেকে লুণ্ঠিত ১১ অস্ত্র দুঃসাহসিক অভিযানে উদ্ধার করে র‌্যাব দেশকে একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করেছে। প্রধানমন্ত্রী মানুষকে ভালবাসেন, মানবতাকে সম্মান করেন। বনজ সম্পদ ধ্বংস ও পরিবেশ এবং আইনশৃঙ্খলা বিনষ্ট করছে জেনেও মানবিক কারণে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে এদেশে। চেষ্টা করা হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করে সসম্মানে নিজ দেশে তাদের ফিরিয়ে দেয়ার। মানবিকতা ও শৃঙ্খলা বজায় রাখতেই রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে। তবে মৌলিক অধিকার নিশ্চিত করেই রোহিঙ্গাদের ঠেঙ্গারচর পাঠানো হবে। জেলার টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের নিরাপত্তায় থাকা আনসার ক্যাম্প থেকে লুট হওয়া বাকি ৬ অস্ত্র উদ্ধারস্থল মিয়ানমার সীমান্তসংলগ্ন নাইক্ষ্যংছড়ির তুমব্রু পশ্চিমকুল গহীন পাহাড়ী এলাকায় প্রেসব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বুধবার বিকেল পৌনে তিনটায় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন। চলমান পরিবহন ধর্মঘট অযৌক্তিক দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একটি বিচারিক ঘটনায় সাক্ষ্য-প্রমাণে ফাঁসি ও যাবজ্জীবনের রায় হয়েছে। রায়ের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে পারত পরিবহন শ্রমিকরা। কিন্তু তারা অযৌক্তিক আন্দোলনের পথ বেছে নিয়ে পুলিশ ক্যাম্পে হামলা করেছে।
×