ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গত মাসে ১১৬ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য আটক করেছে বিজিবি

প্রকাশিত: ০৫:০৮, ২ মার্চ ২০১৭

গত মাসে ১১৬ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য আটক করেছে বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ফেব্রুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১১৬ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মাদকের মধ্যে রয়েছে ১১,৮৪,৯১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ২২,৯৮০ বোতল ফেনসিডিল, ১,৬৩২ কেজি গাঁজা, ২০,৫৩১ বোতল বিদেশী মদ, ৪ কেজি ৮৮৬ গ্রাম হেরোইন, ৬,৬৮৮টি নেশাজাতীয় ইনজেকশন এবং ১৫,৮৪,৮৮০ পিস বিভিন্ন প্রকারের অবৈধ ট্যাবলেট। এছাড়া আটককৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৫,৬৭৯টি শাড়ি, ৭,১৯৪টি থ্রি-পিস-শার্ট পিস, ৫,২৬৯ মিটার থান কাপড়, ৫,৫১৯টি তৈরি পোশাক, ৪৮,৯৫১ সিএফটি কাঠ, ২ কেজি ৬০০ গ্রাম স্বর্ণ এবং ১২টি তক্ষক। ফেব্রুয়ারি মাসে বিজিবির অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি পিস্তল, ১টি বন্দুক, ৪২ রাউন্ড গুলি এবং ৪টি ম্যাগজিন। গত মাসে বিজিবির অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৯৮ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২২৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৩ জন ভারতীয় নাগরিককে আটকপূর্বক ৮ জনকে বিএসএফের কাছে হস্তান্তর ও ৫ জনকে থানায় সোপর্দ এবং বাংলাদেশ-মায়ানমার সীমান্তে ৩৩৪ জন মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে। উল্লেখ্য, গত জানুয়ারি ২০১৭ মাসে বিজিবি ১১৩ কোটি ৬৩ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে।-বিজ্ঞপ্তি
×