ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে ইনডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:০৮, ২ মার্চ ২০১৭

বিএসএমএমইউতে ইনডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত

মানবিক গুণসম্পন্ন বিশ্বসেরা চিকিৎসক হওয়া ও বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার অঙ্গীকারের মধ্য দিয়ে বুধবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এ ব্লকের অডিটরিয়ামে মার্চ ২০১৭ সেশনে ভর্তি হওয়া রেসিডেন্সি প্রোগ্রামের শিক্ষার্থীদের ইনডাকশন প্রোগ্রাম (বরণ ও পরিচিতি) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও শপথ বাক্য পাঠ করান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ এ এস এম জাকারিয়া স্বপন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল। ইনডাকশন প্রোগ্রামে নিজ নিজ অনুষদের কোর্স ডাইরেক্টরগণ ও নবাগত রেসিডেন্টদের পরিচয় করিয়ে দেন মেডিসিন অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডাঃ গাজী শামীম হাসান। প্রারম্ভিক বক্তব্য রাখেন ও পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান। ইনডাকশন প্রোগ্রামের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন কোর্স ডাইরেক্টর অধ্যাপক ডাঃ চৌধুরী আলী কাওসার। রেসিডেন্টদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ মোঃ জাকির হাসান, ডাঃ একেএম হাবিবুল্লাহ। অনুষ্ঠানে নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডাঃ অসীম রঞ্জন বড়ুয়া, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমানসহ ডিনবৃন্দ, কোর্স ডাইরেক্টরগণ, অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটসমূহের প্রধানগণ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন অফিসের প্রধানগণ, পরিচালকবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×