ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কবি সুকান্ত মেলা

প্রকাশিত: ০৪:৫৩, ২ মার্চ ২০১৭

কবি সুকান্ত মেলা

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১ মার্চ ॥ কবি সুকান্তের স্মৃতিকে অম্লান করে রাখতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুরু হয়েছে চার দিনব্যাপী কবি সুকান্ত মেলা। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে ও কোটালীপাড়া উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বুধবার সন্ধ্যা ৬ টায় কোটালীপাড়ার আমতলী ইউনিয়নের ঊনাশিয়া গ্রামে কবির পৈত্রিক ভিটায় এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোখলেসুর রহমান সরকার। এসময় কোটালীপাড়ার ইউএনও জিলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার ও পৌর মেয়র এইচএম অহিদুল ইসলামসহ নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন। শিশুযত্ন কেন্দ্র উদ্বোধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই প্রথম বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিশুযত্ন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মজীবী নারীদের শিশু সন্তানের সুষ্ঠু শারীরিক ও মানসিক বিকাশ লাভ এবং সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সব প্রতিষ্ঠানে একটি করে শিশুযত্ন কেন্দ্র প্রতিষ্ঠার কথা বলেছিলেন। তারই ধারাবহিকতায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর চতুর্থ তলার শিশুযত্ন কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন উপাচার্য। বুধবার সকালে উপাচার্যের সহধর্মিণী মন্টি ইমাম হক শিশুযত্ন কেন্দ্রের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ভিসি ড. এসএম ইমামুল হক, ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসান প্রমুখ।
×