ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের বিয়ে নিবন্ধন, প্রয়োজন শুধু টাকা

প্রকাশিত: ০৪:৫০, ২ মার্চ ২০১৭

রোহিঙ্গাদের বিয়ে নিবন্ধন, প্রয়োজন শুধু টাকা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে রোহিঙ্গা ও অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়েদের নিকাহ রেজিস্ট্রি করে দিচ্ছে কতিপয় কাজী। এছাড়া প্রথম স্ত্রী থাকার পরও দ্বিতীয় বিয়ের রেজিস্ট্রার্ডও হচ্ছে। টেকনাফের মধ্যহ্নীলায় হোয়াইক্যং ইউনিয়নের নিকাহ ও তালাকনামা রেজিস্ট্রি অফিসের কাজী আকতার কামাল নুরীর বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ উঠেছে। জানা যায়, টেকনাফ হোয়াইক্যং লম্বাবিলে বসবাসরত মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা হোছন আলীর মেয়ে মনিরা বেগম এবং একই গ্রামে বসবাসরত আবু তৈয়বের পুত্র মোঃ আয়ুবের সঙ্গে রেজিস্ট্রি মূলে বিবাহ সম্পাদন হয়েছে। বর্তমানে মনিরা ও আয়ুব দুইজনে স্বামী-স্ত্রী। তারা দুইজনে বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রার্ড কামিননামা করে বিয়ে করেছে। অথচ এরা মিয়ানমার থেকে এসে হোয়াইক্যং লম্বাবিল, তেচ্ছিব্রিজ গ্রামে থাকে। এব্যাপারে কাজী নুরীর অফিস সহকারী বলেন আমার জানামতে এই রকম কোন কাজ এই অফিসে হয়নি। প্রধান কাজী আক্তার কামাল নুরী বলেন নিকাহনামা সম্পাদন করা হলেও পরে জম্ম নিবন্ধন এবং আইডি কার্ড দেখাতে না পারায় বাতিল করা হয়েছে।
×